এক্সপ্লোর
স্টিলের ট্রাঙ্কে আটকে রাখলেন ‘মানসিক ভারসাম্যহীন' মা! দমবন্ধ হয়ে মৃত্যু ভাইবোনের
নিজের সন্তানদের স্টিলের ট্রাঙ্কে আটকে রাখলেন মা! দীর্ঘক্ষণ বন্দি থাকার জন্য দমবন্ধ হয়ে মৃত্যু দুই ভাইবোনের।

ভাদোহি: নিজের সন্তানদের স্টিলের ট্রাঙ্কে আটকে রাখলেন মা! দীর্ঘক্ষণ বন্দি থাকার জন্য দমবন্ধ হয়ে মৃত্যু দুই ভাইবোনের। ঘটনাটি উত্তরপ্রদেশের কামারিয়া এলাকার। পুলিশ সূত্রে খবর, ৬ বছরের হাতাইনা এবং তার ৩ বছরের ভাই হাসানের বাবা একটি কার্পেট কারখানায় কর্মরত। তাদের মা মানসিক ভারসাম্যহীন বলে পরিবার সূত্রে দাবি। বৃহস্পতিবার কাজ থেকে ফিরে বাবা ছেলে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। সার্কেল অফিসার যাদবেন্দ্র যাদব জানান, অজ্ঞান শিশু দুটিকে নিয়ে হাসপাতালে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের থেকে জানা যায়, তাঁরা বাড়ির ছাদে একটি খোলা ট্রাঙ্ক ও কিছু জামাকাপড় ছড়ানো অবস্থায় দেখতে পান। তাদের আন্দাজ, ওই ট্রাঙ্কেই ছেলেমেয়েদের আটকে গিয়েছিলেন তাদের মা। পরিবারের তরফে এই ঘটনায় কোনও অভিযোগ নথিভুক্ত করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















