চলতি বছরে ধরা পড়েছে ২৪ পাক চর, জানাল সরকার
নয়াদিল্লি: পাকিস্তানের হয়ে চরবৃত্তিতে জড়িত ২৪ জন আইএসআই এজেন্টকে চলতি বছরে এপর্যন্ত গ্রেফতার করা হয়েছে। লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির। এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন তিনি। এদের মধ্যে ৯ জন ধরা পড়েছে রাজস্থানে, ৬ জন পঞ্জাবে। গুজরাত, জম্মু ও কাশ্মীর থেকে ২ জন করে পাক গুপ্তচর ধরা পড়েছে। উত্তরপ্রদেশে পাকড়াও করা হয়েছে একজনকে, দিল্লি থেকে গ্রেফতার হয়েছেন চারজন। আহির আরও তথ্য দিয়েছেন, ২৪ জন আইএসআই এজেন্ট ছাড়াও গত অক্টোবর নয়াদিল্লির পাকিস্তানি হাই কমিশনেও এক পাক এজেন্টের হদিশ মিলেছে। তিনি মেহমুদ আখতার, পাকিস্তানি গোয়েন্দা অফিসার। রাজধানীর পাক হাই কমিশমনের কিছু কর্মীও সন্দেহজনক গোপন নথি, তথ্য পাচারের চরচক্রে জড়িত বলে জানান তিনি।
চরবৃত্তির অভিযোগে ধরা পড়া ওই পাক অফিসারকে ভারত সরকার অবাঞ্ছিত ঘোষণা করেছে, এও জানান আহির। বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার। দেশ ও দেশবাসীর নিরাপত্তা, সুরক্ষা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে সরকার দৃঢ়ভাবে দায়বদ্ধ।