এক্সপ্লোর
Advertisement
মেঘালয়ে বরফের পুলে ঝাঁপিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন ২৬ জন দুর্নীতি-বিরোধী আন্দোলনকারী
শিলং: বরফ-ভর্তি সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে নববর্ষ পালন করলেন মেঘালয়ের ২৬ জন দুর্নীতি-বিরোধী আন্দোলনকারী। তাঁরা নতুন বছরে লিঙ্গ-সমতা বজায় রাখার জন্য লড়াই এবং দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া সেনা জওয়ানদের স্মরণ করার শপথ নিয়েছেন। সেইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করারও শপথ নিয়েছেন এই আন্দোলনকারীরা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও রাজ্যপাল গঙ্গাপ্রসাদ এই অনুষ্ঠানে হাজির ছিলেন।
মাইত শফরঙ্গ মুভমেন্ট নামে এই দলের প্রধান প্রাক্তন ছাত্রনেতা মাইকেল সিয়েম। এই দলে দুই মহিলাও আছেন। গতকাল রাতে একটি সুইমিং পুলে ৭০টি বরফের চাঁই ফেলা হয়। এরপর মধ্যরাতে প্রবল ঠান্ডার মধ্যেই সেই পুলে ঝাঁপিয়ে পড়েন মাইকেলরা। দলনেতা বলেছেন, ‘আমরা বরফভর্তি পুলে ঝাঁপিয়ে দেখাতে চেয়েছি, যে কোনও বাধা অতিক্রম করার মতো লড়াকু মানসিকতা আছে। ২১ বছর ধরে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি।’
মাইকেলদের দলের সবচেয়ে প্রবীণ সদস্য ৬৮ বছর বয়সি ডিসিল ননগ্রাম। তিনিও পুলে ঝাঁপান। ৬২ বছর বয়সি এক হার্টের রোগীও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারবদ্ধ হয়ে পুলে ঝাঁপান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement