এক্সপ্লোর
বন্যায় বিপর্যস্ত মধ্যপ্রদেশ, মৃত ৩৫, ঘরছাড়া কয়েক হাজার মানুষ

ভোপাল: প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মধ্যপ্রদেশ। এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকেরই। গৃহহীন কয়েক হাজার মানুষ। গত দু-সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের ৫১ টি জেলার মধ্যে ২৩ টি জেলাতেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৩০০,০০০ মানুষ। ঘরছাড়া প্রায় ৮০০০ মানুষ। বন্যায় ভীষণরকম ক্ষতিগ্রস্থ প্রায় ২৫০০ টি বাড়ি। রাজ্য সরকার ২৭ টি ত্রাণ শিবির খুলেছে। আপাতত সেখানেই আশ্রয় পেয়েছে তারা। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ভোপাল। এছাড়াও পন্না, জব্বলপুর, ছিন্দওয়াড়া, নরসিংহপুর, ছাতারপুর, ইন্দোর, উজ্জয়নী, রাজগড় প্রভৃতি জেলাও বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। রেওয়া জেলার তমসা নদীর ধারে পিকনিকে গিয়ে জলের তোড়ে ভেসে গিয়েছে ৫ যুবক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















