এক্সপ্লোর
Advertisement
ভারতে আছে ৩৬ হাজার রোহিঙ্গা, সন্ত্রাসবাদী যোগ উড়িয়ে দেওয়া যায় না, মত বিএসএফ ডিজি-র
নয়াদিল্লি: সন্ত্রাসবাদীদের সঙ্গে রোহিঙ্গাদের যোগসূত্র একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয় বলে জানালেন বিএসএফ ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। ১ ডিসেম্বর সীমান্ত রক্ষী বাহিনীর ৫২-তম রেইজিং ডে-র প্রাক্কালে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, এ বছরের শুরু থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে ৮৭ জন রোহিঙ্গা ধরা পড়েছে। ৭৬জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। শর্মা বলেন, আমার কাছে যা খবর, সেই অনুসারে প্রায় ৩৬ হাজার রোহিঙ্গা ভারতের নানা জায়গায় রয়েছে। এটা একটা সাধারণ পর্যবেক্ষণ, পুলিশ ও গোয়েন্দা শাখার মতো আমাদের সহযোগী বাহিনীগুলির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই পর্যবেক্ষণ। সীমান্ত পাহারায় থাকা বাহিনী এমন কোনও নির্দিষ্ট ঘটনার মুখোমুখি হয়নি যেখানে কোনও রোহিঙ্গা অস্ত্রশস্ত্র সহ ধরা পড়েছে বা তার সন্ত্রাসবাদী যোগ বেরিয়ে এসেছে। কিন্তু ওদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগসাজশ থাকার আশঙ্কাই মারাত্মক ব্যাপার, যা জানিয়েছে আমাদের সহযোগী সংস্থাগুলি এবং তা আমি সন্দেহের নজরে দেখছি না।
তাঁদের বাহিনী বাংলাদেশ থেকে ভারতে বেআইনি রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে দু দেশের সীমান্তে বিপজ্জনক ফাঁড়িগুলিতে নজরদারি যন্ত্রপাতি বসিয়েছে, লোকলস্করও বাড়িয়েছে। ধরা পড়া রোহিঙ্গাদের ফেরত্ পাঠিয়ে দেওয়া হয়েছে, গ্রেফতার করা হলে ওরা 'বোঝা' হয়ে উঠতে পারে বলে সেদিকে হাঁটেনি বাহিনী।
ডিজি বলেন, রোহিঙ্গা সমস্যাটি অত্যন্ত জটিল। সর্বশেষ হিসাব অনুসারে, মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে ৯-১০ লক্ষ রোহিঙ্গা। ওদের একটা অংশের ভারতে চলে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমাদের বক্তব্য খুব স্পষ্ট। রোহিঙ্গা বা বাংলাদেশি, যে-ই হোক, কোনও অনুপ্রবেশকারীকেই ভারতে ঢুকতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে তাঁর বাহিনীর পক্ষে কে বাংলাদেশী আর কে রোহিঙ্গা, আলাদা করে চেনার উপায় নেই। তাই কেউ এপারে ঢোকার চেষ্টা করলেই আমরা ফেরত্ পাঠিয়ে দিই।
এদিকে বিএসএফের পেশ করা এক সরকারি রিপোর্টে বলা হয়েছে, এজেন্টরা রোহিঙ্গাদের ভারতে কাজের ভাল সুযোগ আছে বলে লোভ দেখায়, তাদের বোঝায়, জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো ভারতের কয়েকটি রাজ্যে নিজেদের মুসলিম সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তারা থাকতে পারবে। বেশিরভাগ রোহিঙ্গাই জম্মুতে চলে যায় কেননা সেখানে গত বেশ কয়েক বছর ধরেই পাকাপাকি আস্তানা গেড়ে বসেছে ওই সম্প্রদায়ের কিছু লোকজন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement