Accident News : ফুটপাতে বসা ২ শ্রমিককে পিষে দিল জনপ্রিয় ইউটিউবারের ল্যাম্বরগিনি, ইদের আগে ভয়াবহ দুর্ঘটনা
Noida Accident : কেন এমন ভয়ঙ্কর গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, প্রশ্ন করা হতে তাঁর নিরুত্তাপ প্রশ্ন, কেন কেউ মরেছে নাকি !

নয়াদিল্লি: ইদের আগের সন্ধেয় বেপরোয়া গতিতে এসে দুই শ্রমিককে পিষে দিল এক ল্যাম্বরগিনি। দুই শ্রমিকই কাজকর্ম সেরে ফুটপাথে বসে জিরোচ্ছিলেন। তখনই ভয়ঙ্কর গতিতে এসে ধাক্কা মারে তাদের। গুরুতর আহত অবস্থায় তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। সূত্রের খবর, দুজনই মারাত্মকভাবে জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। কেন এমন ভয়ঙ্কর গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, প্রশ্ন করা হতে তাঁর নিরুত্তাপ প্রশ্ন, কেন কেউ মরেছে নাকি ! এই ঘটনার একটি ভিডিও-ও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
কেন দুর্ঘটনা
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত শ্রমিকদের নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আটক করা হয় গাড়ির চালক দীপককে। কিন্তু দীপক জানায় গাড়িটি তাঁর নয়। তিনি টেস্ট ড্রাইভ করছিলেন। গাড়ি চালানোর সময় স্ক্রিনে কিছু সমস্যা হচ্ছিল। আর তিনি সেদিকে তাকাতে গিয়েই এই দুর্ঘটনা। চালক দীপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চালকের নির্বিকার প্রশ্ন
নয়ডায় দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা গাড়ির চালককে ঘিরে ধরে। আশেপাশেই কাজ করছিলেন আরও কর্মী। তারাও ছুটে আসেন। স্থানীয়দের দাবি, শ্রমিকদের কেউ কেউ গাড়ির দরজার কাছে ছুটে যান। জিগ্যেস করেন, কেন স্টান্ট করছ? মানুষ মরে যাবে তো ! তখন নাতি সে নির্বিকার হয়ে প্রশ্ন করে, কেন কেউ মনে গেছে নাকি ? চালক জানান, তিনি নাকি আস্তেই অ্যাক্সিলারেটরে চাপ দিয়েছিলেন, এমন কিছু গতি তোলেননি।
গাড়িটির মালিক এক জনপ্রিয় ইউটিউবার
কিন্তু গাড়িটি যদি দীপকের নাই হয়ে থাকে, তাহলে কার ? তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক এক জনপ্রিয় ইউটিউবার। ইন্ডিয়া টুডেতে প্রকাশ, ল্যাম্বোরগিনি গাড়িটির মালিক জনপ্রিয় ইউটিউবার মৃদুল তিওয়ারি। রবিবার সন্ধ্যায় দীককে গাড়িটি ব্যবহারের অনুমতি কে দিয়েছিল তা জানার জন্য পুলিশ মৃদুলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। নয়ডার সেক্টর ৯৪-এ দু'জনকে ধাক্কা দেওয়ার পর চালক দীপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তখনই তিনি জানান, গাড়িটি তাঁর নয়, তিনি টেস্ট ড্রাইভ করছিলেন। কার অনুমতি নিয়ে তিনি টেস্ট ড্রাইভ করছিলেন। এমন স্পিডই বা কেন তুলেছিলেন জানা যায়নি। পুলিশের ধারণা, গাড়ির মালিক যে ইউটিউবার, তার থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে।






















