South 24 Pargana News : মুদির দোকানে মদবিক্রি ! পুলিশ পৌছতেই লাঠি হাতে এগিয়ে এলেন মহিলা, উর্দি ধরে টানাটানি
অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে আনার চেষ্টা, বাধা দেওয়ায় পুলিশের উর্দি ধরে টানাটানি, মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি হয় মহিলাদের।

হিন্দোল দে, মৈপীঠ : বেআইনি মদবিক্রির খবর পেয়ে দোকানে হানা দিয়েছিল পুলিশ। আর সেখানে গিয়ে পুলিশই পড়ল 'হেনস্তার মুখে'। চারিদিক থেকে ঘিরে ধরেন মহিলারা। হাতে তাদের লম্বা লম্বা লাঠি। তারা ঘিরে ধরেন পুলিশের গাড়ি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ধৃতকে নামিয়ে আনার চেষ্টা পর্যন্ত করা হয় বলে অভিযোগ।
মহিলাদের কী দাবি ?
ঘটনাটা ঠিক কী ? স্থানীয়দের দাবি, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে কোস্টাল থানার অন্তর্গত হুকাহারনিয়া বাজার এলাকার একটি মুদির দোকানে বিশ্বজিৎ সাহু নামে এক ব্যক্তি মদ বিক্রি করছিলেন বহুদিন ধরে। এলাকার মানুষের অভিযোগ, এর জেরে স্থানীয় কিছু যুবক বিপথে যাচ্ছিল, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। এই খবর পেয়ে রবিবার স্থানীয় কিছু মহিলা লাঠি হাতে সেখানে যান। দোকান ঘিরে ধরেন। অভিযুক্ত বিশ্বজিৎকেও ঘিরে ধরেন তাঁরা। এলাকায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
'পুলিশের উর্দি ধরেও টানাটানি'
তারপর পুলিশকেও ঘিরে ধরেন মহিলারা। তাঁদের বক্তব্য থানার কাছাকাছি এমন ঘটনা ঘটছে, অথচ পুলিশের কাছে খবর নেই কেন। কেন পুলিশের কোনও পদক্ষেপ নেই ? সেই অভিযোগে পুলিশকেও লাঠিহাতে শাসান মহিলারা। ক্যামেরায় ধরা পড়া ছবি বলছে, গ্রামীণ মহিলারা পুলিশের উর্দি ধরেও টানাটানি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও তারপর অভিযুক্ত মুদিখানার মালিক বিশ্বজিৎ সাহুকে গ্রেফতার করে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।






















