এক্সপ্লোর
Advertisement
সরকারি স্কুল মেরামত করতে হাত খরচের টাকা দিল বেঙ্গালুরুর ৪ পড়ুয়া
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর কল্যাণনগরে একটি সরকারি স্কুল মেরামতের জন্য নিজেদের হাত খরচের অর্থদান করল ৪ পড়ুয়া। ওই প্রাথমিক স্কুলটির মেরামতের জন্য তারা একটু একটু করে পয়সা জমিয়ে প্রায় দেড়লাখ টাকা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে।
ওই ৪ ছাত্রছাত্রীর নাম নিধি রেড্ডি, নেহা রেড্ডি, ধ্রুব রেড্ডি ও দীক্ষিতা রেড্ডি। দীক্ষিতা চতুর্থ শ্রেণিতে পড়ে, ধ্রুব অষ্টম শ্রেণিতে, নেহা এসএসএলসি ও নিধি প্রি-ইউনিভার্সিটি ছাত্রী।
তাদের অর্থ সাহায্যে প্রাথমিক স্কুলটিতে এখন ভাল শৌচাগার তৈরি হয়েছে, মেরামত করা হয়েছে পুরনোটিকে। স্কুলের দেওয়াল, বেঞ্চ- সবই রং করা হয়েছে নতুন করে।
নিধিশঙ্করের বাড়ির পরিচারিকার ছেলে ওই স্কুলের ছাত্র। সে নিধিকে বলে স্কুলের শোচনীয় পরিস্থিতির কথা। নিধি সিদ্ধান্ত নেয়, এ ব্যাপারে কিছু করতে হবে। নিজের হাত খরচের অর্থ জমাতে থাকে সে, ভাইবোনদেরও বলে, সাহায্য করতে।
তাদের বাবা মা এ ব্যাপারে কিছু জানতেন না, পরে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারেন সব কথা।
নিধি বলেছে, তাদের স্কুলে সব ধরনের সুযোগ সুবিধে রয়েছে। কিন্তু গরিব ছাত্রছাত্রী যারা, তাদের স্কুলে এ ধরনের অনেক সুবিধেই নেই। তাই নিজেদের অর্থ বাঁচিয়ে ওই স্কুলের উন্নয়নে খরচ করার সিদ্ধান্ত নেয় তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement