বিহারে গণপিটুনিতে চার তোলাবাজের মৃত্যু
সাসারাম: দোকান লুঠতে আসা চার দুষ্কৃতীর মৃত্যু হল গণপিটুনিতে। ঘটনাস্থল বিহারের রোহতস জেলায়।
খবরে প্রকাশ, এদিন সকালে তিন মোটরবাইকে চড়ে জনা আটেক দুষ্কৃতী কোয়াথ নগরে পঞ্চায়েত এলাকায় জেলা বোর্ড সদস্য রিঙ্কিদেবীর স্বামী বিশাল কুমারের দোকানে হানা দেয়। অভিযোগ, দোকানের সামনে দাঁড়িয়ে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গুলিতে জখম হন বিশাল ও এক গ্রাহক।
গুলির আওয়াজ শুনে দোকানের সামনে জড়ো হন জনা ৫০০ স্থানীয় মানুষ। বিপদ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করলে, চারজনকে ধরে ফেলে স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, প্রায় দেড়মাস আগে রিঙ্কিদেবীর কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। টাকা না দেওয়া হলে ফল খারাপ হবে বলেও হুমকি দিয়েছিল তারা। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। গ্যাংয়ের বাকি চারজনের খোঁজে তল্লাশি চলছে। এদিকে, চারজনকে পিটিয়ে মারার ঘটনায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।