এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুর স্কুলে ৪ বছরের ছাত্রীকে যৌন নিগ্রহ, আটক নিরাপত্তারক্ষীরা
বেঙ্গালুরু: ফের রক্ষকই ভক্ষক! গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে সাত বছরের প্রদ্যুম্ন ঠাকুরকে যৌন নিগ্রহে ব্যর্থ হয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাস কন্ডাক্টরকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুলে চার বছরের ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগে আটক করা হল নিরাপত্তারক্ষীদের। তাঁদের জেরা করা হচ্ছে।
উত্তর বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ চেতন সিংহ রাঠৌর বলেছেন, সোমবার স্কুল থেকে বাড়ি ফিরে মেয়েটি বলে, তার শরীর খারাপ লাগছে। সে বমিও করতে থাকে। মেয়েটির বাবা-মা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা জানান, মেয়েটিকে যৌন নিগ্রহ করা হয়েছে। এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। মেয়েটির শারীরিক পরীক্ষার পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছে পুলিশ।
ডেপুটি কমিশনার আরও বলেছেন, মেয়েটির বাবা-মার অভিযোগ, স্কুলের মধ্যেই তাকে যৌন নিগ্রহ করা হয়েছে। কিন্তু ঘটনার দিন সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী সময়ের সিসিটিভি ফুটেজে সেরকম কিছু দেখা যায়নি। তাই নিরাপত্তারক্ষীদের আটক করে জেরা করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement