ত্রিপুরা: বিজেপিতে যোগ দিলেন ৪০০ তৃণমূল কর্মী
আগরতলা: একাধিক রাজ্য কমিটি সদস্য সহ ত্রিপুরায় বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন ৪০০ তৃণমূল কংগ্রেস কর্মী।
জানা গিয়েছে, এদিন যাঁরা গেরুয়া শিবিরে যোগ দিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দলের ত্রিপুরা ইউনিটের প্রাক্তন চেয়ারম্যান রতন চক্রবর্তী। এছাড়া, দলের মোট ৬৫ রাজ্য কমিটি সদস্যের মধ্যে এদিন বিজেপিতে যোগ দেন ১৬ জন সদস্য।
বিজেপিতে যোগ দেওয়া ৪০০ জনের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির ত্রিপুরা ইউনিটের সভাপতি বিপ্লব দেব এবং রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাইঁ। এদিন সাংবাদিক সম্মেলনে রতন চক্রবর্তী জানান, বিজেপিই হল দেশের একমাত্র রাজনৈতিক দল যারা পিছিয়ে পড়া উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়নকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে।
তিনি আরও বলেন, আমি নিশ্চিত মানুষকে স্বস্তি দিয়ে ২০১৮ নির্বাচনে সিপিএমের দখল থেকে ত্রিপুরাকে মুক্ত করতে সক্ষম হবে বিজেপি। রতন জানিয়ে দেন, নিঃশর্তভাবেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। সঙ্গে এই আশ্বাসও দেন, ভবিষ্যতে বিজেপিতে আরও সদস্য যোগ দেবেন।
রেল প্রতিমন্ত্রী গোহাইঁয়ের দাবি, ২০১৮ নির্বাচনে রাজ্যে বিজেপিই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাঁর ভবিষ্যদ্বাণী, গেরুয়া-সুনামিতে ভেসে যাবে সিপিএম।