৪৩১ পাক হিন্দুকে দীর্ঘমেয়াদী ভিসা দিল ভারত, দেওয়া হবে প্যান, আধার, কিনতে পারবেন জমি-বাড়ি
নয়াদিল্লি: ৪৩১ পাকিস্তানি হিন্দুকে ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসা দিল কেন্দ্র। এর ফলে, ওই নাগরিকরা এদেশে প্যান ও আধার কার্ড পাওয়ার যোগ্য হলেন। একইসঙ্গে, তাঁরা এদেশে জমি-বাড়িও কিনতে পারবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, তিন প্রতিবেশী রাষ্ট্র—পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে যে সকল সংখালঘুরা নিপীড়নের শিকার হয়ে ভারতে আসছেন, তাঁদের সহায়তা করার অঙ্গীকার নিয়েছে মোদী প্রশাসন। এই তালিকায় রয়েছে—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিশ্চান সম্প্রদায়ের মানুষ।
সেই প্রেক্ষিতেই, গতমাসে ৪৩১ জন পাক হিন্দুদের এদেশে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নীতি অনুযায়ী, এই ব্যক্তিরা নিজেদের থাকার জন্য জমি বা ফ্ল্যাট কিনতে পারবেন। পাশাপাশি, এই আগতরা এদেশে প্যান, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করাতে পারবেন। যাতে এঁদের কর্মসংস্থান হয় বা স্বরোজগার অথবা ব্যবসা করতে পারেন।
এছাড়া, রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন ছাড়াই ব্যাঙ্ক আ্যাকাউন্ট খুলতে পারবেন। যে রাজ্যে এঁরা বসবাস করবেন, সেই সীমার মধ্যে অবাধে যাতায়াত করতে পারবেন। এমনকী, অন্য রাজ্যে যেতে চাইলে, ভিসার নথি সংশ্লিষ্ট রাজ্যে বদলিও করাতে পারবেন।
তবে, নিয়ম অনুযায়ী, এঁরা সামরিক প্রতিষ্ঠান সহ সংরক্ষিত স্থানের নিকটে তাঁরা কোনও স্থাবর সম্পত্তি কিনতে পারবেন না।