এক্সপ্লোর
মুম্বইয়ের পর বেঙ্গালুরু, রেস্তোঁরায় আগুন, মৃত ৫

বেঙ্গালুরু: মুম্বইয়ের ধাঁচেই এবার আগুন লাগল বেঙ্গালুরুর এক রেস্তোঁরায়। আজ ভোরে ওই ঘটনায় মারা গিয়েছেন রেস্তোঁরার ৫ কর্মী। জানা গিয়েছে, আগুন লাগার সময় রেস্তোঁরার ভেতর ঘুমোচ্ছিলেন তাঁরা। বেঙ্গালুরুর প্রাণকেন্দ্র বলে পরিচিত সদাব্যস্ত কালাসিপালায়াম এলাকার কৈলাস বার ও রেস্তোঁরায় এই আগুন লাগে। এই রেস্তোঁরা কুম্বারা সাঙ্ঘা নামে একটি বহুতলের একতলায় গড়ে উঠেছে, কাছেই তরিতরকারির বাজার। স্থানীয় মানুষ রাত আড়াইটে নাগাদ রেস্তোঁরা থেকে আগুন ও ধোঁয়া বার হতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। মৃত ৩ জনের বয়স ২০-র আশপাশে। একজন ২৪ বছরের তরুণীরও প্রাণ গিয়েছে। সকলেই মারা গিয়েছেন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















