ট্রেন দুর্ঘটনা: এনডিআরএফ-কে দ্রুত উদ্ধাকার্যে নামার নির্দেশ রাজনাথের
নয়াদিল্লি: লাইনচ্যূত হওয়া পটনা-ইনদওর এক্সপ্রেসের দুমড়ে চুমড়ে যাওয়া বগির মধ্যে থেকে অন্তত ৫০ জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। এর মধ্যে ১৬ জনের দেহ খুব বাজে ভাবে ফেঁসেছিল দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির মধ্যে।
দুর্ঘটনায় উদ্ধারকার্যে বাহিনীকে দ্রুত নামার নির্দেশ দিতে এনডিআরএফ ডিজি আর কে পচনন্দাকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এরপরই ৫ বাহিনী (প্রায় ২০০ জন উদ্ধারকর্মী)-কে মোতায়েন করে এনডিআরএফ।
পাশাপাশি, আরও অতিরিক্ত বাহিনীকে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরকেও মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পাঁচটি দলের মধ্যে প্রথম ৩৫ জনেক একটি দল লখনউ থেকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল আটটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন তাঁরা।
কয়েক ঘণ্টার মধ্যে বারাণসী থেকে আরও ২টি টিম কানপুর পৌঁছয়। অন্যদিকে, গাজিয়াবাদের কাছে বায়ুসেনার হিন্ডন ঘাঁটি থেকে বিমানে করে দুটি টিম সকাল ১১টা নাগাদ কানপুরে পৌঁছে যায়।