এক্সপ্লোর
জম্মু, সাম্বায় বসবাস করছে ৫ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম, জানালেন মেহবুবা
![জম্মু, সাম্বায় বসবাস করছে ৫ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম, জানালেন মেহবুবা 5700 Rohingya Muslims Residing In Jammu And Kashmir Mehbooba জম্মু, সাম্বায় বসবাস করছে ৫ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম, জানালেন মেহবুবা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/03/28164441/Mehbooba-Mufti.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জম্মু: বর্তমানে ৫৭০০ জন রোহিঙ্গা মুসলিম, ৩২২ জন অন্য বিদেশি জম্মু ও সাম্বায় বসবাস করছে বলে জম্মু ও কাশ্মীর বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তারা নিজেরাই এসেছে, ওই দুই জায়গায় থাকছে বলে বিজেপি বিধায়ক সত পাল শর্মার এক প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত ওই রোহিঙ্গাদের মগজ ধোলাই করে মৌলবাদী নেটওয়ার্কে সামিল করানোর চেষ্টা চলছে, এমন কোনও অভিযোগ সরকারের কাছে জমা পড়েনি বলে জানান মেহবুবা। তবে সেইসঙ্গে জানিয়ে দেন, অভিযোগ এলেই আইনানুসারে তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর সংযোজন, কয়েকটি মাদ্রাসার সঙ্গে যোগাযোগ আছে রোহিঙ্গাদের।
অন্য এক প্রশ্নের জবাবে মেহবুবা জানান, কোনও রোহিঙ্গার সঙ্গেই সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার খবর নেই। অবশ্য বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ সমেত নানা অপরাধমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ৩৮ জন রোহিঙ্গার বিরুদ্ধে ১৭টি এফআইআর দায়ের হয়েছে।
মেহবুবা জানান, বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা রোহিঙ্গাদের আর্থিক ও আরও নানা সুযোগসুবিধা দিচ্ছে। যেসব বিদেশি নাগরিক ও সংগঠন রোহিঙ্গাদের সুযোগসুবিধা দিচ্ছে, তাদের কার্যকলাপের ওপরও কড়া নজর রাখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)