এক্সপ্লোর
Advertisement
৪ বছরের নাতনিকে ধর্ষণ করে খুন করার অভিযোগে গ্রেফতার ৬০ বছরের দাদু
কোন্ডাগাঁও: ছোট শিশুরাই যে এখন ধর্ষকের সবচেয়ে সফ্ট টার্গেট, তা আরও একবার প্রমাণিত হল। বাচ্চারা তাদের সবচেয়ে নিকট আত্মীয়দের কাছেও নিরাপদ নয়, তার প্রমাণ অতীতে একাধিকবার মিলেছে, ফের মিলল। ছত্তীসগড়ের কোন্ডাগাঁওয়ে চার বছরের নাতনিকে ধর্ষণ করে গ্রেফতার ষাট বছরের দাদু।
এই ঘৃণ্য কাজটি করার পর, অভিযুক্ত ব্যক্তি শিশুটির দেহ মাঠের মধ্যে লুকিয়ে রেখে দেয়। কারণ, সে চেষ্টা করেছিল নাতনি নিখোঁজ সেটাই প্রমাণ করতে। এরপর বাচ্চাটির দেহ বাড়ির কাছেই কাদা জলে ছুঁড়ে ফেলে দেয় দাদু। এএনআইকে কোন্ডাগাঁওয়ের এসপি অভিষেক পল্লব জানিয়েছেন, পুলিশি জেরার মুখে ষাট বছর বয়সি ওই ব্যক্তি নিজের দোষ কবুল করেছে। তারপরই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে গত ১১ জুন। সেদিন মাঠে খেলতে খেলতে আচমকা নিখোঁজ হয়ে যায় ছোট্ট বাচ্চাটি। তারপরই বাচ্চাটির বাবা পুলিশে অভিযোগ করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ শিশুটির দেহ উদ্ধার করলেও, কীভাবে তার মৃত্যু হল সে সম্পর্কিত কোনও সূত্রই পাচ্ছিল না। কারণ, ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী ছিল না, দাবি এসপির। এরপর ঘটনাস্থলে পুলিশ কুকুর এনে তদন্ত শুরু হয়। কুকুরটিই একটি রক্ত মাখা লুঙ্গি উদ্ধার করে। সেখান থেকে কুকুরটি সোজা চলে যায় শিশুটির দাদুর কাছে।তখনই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে দাদুর ওপর। পরে পুলিশি জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে। অভিযুক্ত ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় গ্রেফতার করা হয়েছে।#Chhattisgarh: Kondagaon Superintendent of Police (SP) Abhishek Pallav says, "We have arrested a 60-year-old man who confessed to raping and murdering a 4-year-old girl." (19.06.18) pic.twitter.com/sMGEfgNFYn
— ANI (@ANI) June 20, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement