উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট পড়ল ৬১ শতাংশ

লখনউ: উত্তরপ্রদেশের চলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট পড়ল ৬১.১৬ শতাংশ।
এই দফায় ভোটগ্রহণ হয় ৬৯ আসনে। যার অধিকাংশই মূলত যাদব-ভূমি বলে পরিচিত। এই দফা শাসক সমাজবাদী পার্টির ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ।
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক টি ভেঙ্কটেশ জানান, মোটের ওপর নির্বাচন নির্বিঘ্নেই ঘটেছে। তিনি বলেন, এদিন মোট ২৫,৬০৩ বুথে ভোটগ্রহণ হয়। তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এদিন হেভিওয়েট ভোটারদের তালিকায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিএসপি প্রধান মায়াবতী। দুজনই লউনউতে ভোট দেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ভোট দেন এয়াওয়ার সইফই-তে।
গতবার এই ৬৯টি আসনের মধ্যে ৫৫টিই ছিল সমাজবাদী পার্টির দখলে। যাদব পরিবারের তিন প্রতিনিধি আজকের দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন মুলায়ম সিংহ যাদবের ভাই শিবপাল যাদব, অখিলেশের সৎ ভাই প্রতীকের যাদবের স্ত্রী অপর্ণা যাদব এবং মুলায়মের ভাইপো অনুরাগ যাদব।
মোট ৮২৬ জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ হবে। মোট ভোটার ২ কোটি ৪১ লক্ষ ভোটার। আজকের দফায় প্রায় সতেরো শতাংশ মুসলিম ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।






















