এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
টানা ৩ বার, বুলেটপ্রুফ কাচের আড়ালে নয়, খোলা মঞ্চে স্বাধীনতা দিবসের ভাষণ মোদীর
![টানা ৩ বার, বুলেটপ্রুফ কাচের আড়ালে নয়, খোলা মঞ্চে স্বাধীনতা দিবসের ভাষণ মোদীর 70th I Day Modi Opts Out Bullet Proof Enclosure For 3rd Year টানা ৩ বার, বুলেটপ্রুফ কাচের আড়ালে নয়, খোলা মঞ্চে স্বাধীনতা দিবসের ভাষণ মোদীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/15115444/Modi-red-fort-AFP-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বুলেটপ্রুফ কাচের আড়ালে নয়, এবছরও খোলা মঞ্চ থেকেই স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা তৃতীয় বছর। মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট অফিসাররা তাঁর খোলা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ায় আপত্তি তুলেছিলেন। কিন্তু মোদী তা শুনতে নারাজ। দেশবাসীর সঙ্গে ‘সরাসরি সংযোগ’ গড়ে তুলতে চান বলে ২০১৪ সালে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণের সময় বুলেটপ্রুফ নিরাপত্তা প্রত্যাখ্যান করেন তিনি। সেই ধারাই বহাল রেখেছেন।
ইন্দিরা গাঁধী নিজের দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার পর থেকে বুলেটপ্রুফ কাচের বেষ্টনীর আড়ালে থেকেই প্রধানমন্ত্রীরা স্বাধীনতা দিবসের ভাষণ দিয়ে এসেছেন। ১৯৮৫ সালে রাহুল গাঁধীর আমল থেকে এটা শুরু হয়। ১৯৯০ সালে তত্কালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহ স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় অর্ধেক বুলেটপ্রুফ কাচের দেওয়ালের ওপারে দাঁড়িয়ে ভাষণ দেন। তবে পরের বছর প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও ভাষণ দেন পুরো শরীরের সমান উঁচু বুলেটপ্রুফ কাচের প্রাচীরের আড়ালে। কিন্তু মোদী নতুন সংস্কৃতি চালু করেছেন একেবারে খোলা মঞ্চে ভাষণ দিয়ে।
এমনকী এদিন মোদী প্রটোকল ভেঙে সকাল ৬টা থেকে লালকেল্লার দর্শকাসনে ভিড় করা কচিকাচাদের মাঝখান দিয়েই হেঁটে এগিয়ে যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)