এক্সপ্লোর
কোয়ারেন্টিনের ভয়! দিল্লি বিমানবন্দরে নেমেই সোজা মেয়ের বাড়িতে কাজাখস্তান ফেরত বৃদ্ধ, ১৪ দিন কোয়ারেন্টিনের পর গ্রেফতার হবেন
একদিকে দেশে ক্রমেই বেড়ে চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। অন্যদিকে বারবার সামনে আসছে করোনা সুরক্ষার নিয়ম ভাঙার ছবি। কাজাখস্তানে আলমাতি থেকে নয়াদিল্লি ফিরে স্বাস্থ্যপরীক্ষা ও কোয়ারেন্টিনে থাকার ভয়ে বিমানবন্দর থেকেই 'নিখোঁজ' ৭২ বছরের বৃদ্ধ।

নয়াদিল্লি: একদিকে দেশে ক্রমেই বেড়ে চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। অন্যদিকে বারবার সামনে আসছে করোনা সুরক্ষার নিয়ম ভাঙার ছবি। কাজাখস্তানে আলমাতি থেকে নয়াদিল্লি ফিরে স্বাস্থ্যপরীক্ষা ও কোয়ারেন্টিনে থাকার ভয়ে বিমানবন্দর থেকেই 'নিখোঁজ' ৭২ বছরের বৃদ্ধ।
দিল্লির দিলশাহ গার্ডেনের বাসিন্দা হরজিৎ সিং। বন্দে ভারত প্রকল্পে কাজাখস্তানের আলমাতি থেকে বিমানে নয়াদিল্লি ফিরেছেন তিনি। কিন্তু ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ -এ ঢোকার স্ক্রিনিং গেট থেকে 'নিখোঁজ' হয়ে যান তিনি। ব্যাপারটি বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে এলে যমুনা বিহার সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে যমুনা বিহার সাব ডিভিশন থেকে খবর আসে, হরজিৎ সিং নামে বছর ৭২-এর এক বৃদ্ধ ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ থেকে নিখোঁজ হয়েছেন। ওই ব্যক্তি কাজাখস্তানের আলমাতি থেকে নয়াদিল্লি ফিরেছিলেন। এআই ১৯১৬ বিমানে সওয়ার হয়েছিলেন তিনি।'
এরপরই খোঁজ শুরু হয় ওই ব্যক্তির। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই ব্যক্তিকে। দেখা যায় থার্মাল স্ক্রিনিং এড়িয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি। এরপর তিনি গাজিয়াবাদের ইন্দিরাপুরমে মেয়ের বাড়ি চলে যান।
করোনা স্বাস্থ্যবিধি অনুসারে বন্দে ভারত প্রকল্পে যে সমস্ত ভারতীয় বিদেশ থেকে ফিরছেন ,তাঁরা প্রথম ৭ দিন বিমানবন্দরেই কোয়ারেন্টিনে থাকবেন। তারপরের ৭ দিন বাড়িতেই কোয়ারান্টিনে থাকবেন।
হরজিৎ সিংকে শনাক্ত করার পর তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি থার্মাল স্ক্রিনিং-এর ব্যাপারে জানতেন না। অসুস্থ বোধ করায় তিনি তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। আপাতত ১৪ দিন মেয়ের বাড়িতেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। এরপর তাঁকে গ্রেফতার করা হবে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ২৭০ ধারা অনুসারে তাঁর বিরুদ্ধে রুজু হয়েছে এফআইআর ও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
