মুম্বইতে ভেঙে পড়ল বহুতল, মৃত ৮, ধ্বংসস্তূপে আটক বহু
মুম্বই: মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় দামোদর পার্কের কাছে চারতলা বাড়ি ভেঙে পড়লে আট জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮। এখনও অনেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে বলে আশঙ্কা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকাই এই বহুতল ভেঙে পড়ে। বহুতলের একতলায় একটি হাসপাতাল রয়েছে। পাশাপাশি ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জনকে মৃত ঘোষণা করা হয়।
ধ্বংসস্তূপের তলায় ২০ জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। জানা গিয়েছে ওই বহুতলে ১৫টি পরিবারের বাস ছিল। আটকদের মধ্যে অধিকাংশই মহিলা ও বৃদ্ধ।
এক স্থানীয় বাসিন্দা জানান, বহুতলের বয়স প্রায় ৩৫ বছর। এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে তাঁরা একটা বিকট আওয়াজ শোনেন, অনেকটা কাছে বাজ পড়ার মতো।
ওই প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখেন, এলাকা ধূলোয় ভরে গিয়েছে। তার মধ্যে থেকে ভেসে আসছে আর্তনাদ, সাহায্যের আকুতি। চোখের সামনে ফের বাড়িটা আরও কিছুটা ধসে যায়।
গত কয়েকদিন ধরে মুম্বই সহ শহরতলিতে ভারী বৃষ্টি হচ্ছে। গোটা এলাকাকে ঘিরে ফেলেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়, তার জন্য লালবাহাদুর শাস্ত্রী সড়ককে গ্রিন করিডরে পরিণত করা হয়েছে।
ভেঙে পড়ার সময় বহুতলের এক বাসিন্দা কাজে বেরিয়েছিলেন। খবর পেয়েই ছুটে আসেন। তিনি জানান, তাঁর বৃদ্ধা মা ও পরিবারের আরও ২ সদস্য ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে রয়েছে। তাঁদের জীবিত থাকা নিয়ে সংশয় প্রকাশ করেন ওই ব্যক্তি।