এক্সপ্লোর
গুরগাঁওয়ে ঝাঁ চকচকে শপিং মলের স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চক্র, গ্রেফতার ৯ মহিলা

গুরগাঁও: গুরগাঁওয়ে ঝাঁ চকচকে শপিং মলে স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চক্রচালানোর অভিযোগে গ্রেফতার চার তাই নাগরিক সহ ৯ মহিলা। পুলিশ জানিয়েছে, গ্রাহকদের ম্যাসজ পরিষেবা দেওয়ার আড়ালে ওই মহিলারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শহরের এম জি রোডে এমজিএফ মেগাসিটি মলে নেচার স্পা-তে কাজ করতেন তাঁরা। পুলিশের জনসংযোগ আধিকারিক রবীন্দ্র কুমার বলেছেন, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এই চক্রের হদিশ পায় পুলিশ। এক কনস্টেবলকে ক্রেতার ছদ্মবেশে পাঠানো হয়। কুমার জানিয়েছেন, স্পা-এর রেসিপসনিস্টের সঙ্গে ওই ছদ্মবেশী ক্রেতার মধ্যে ম্যাসাজ ও শারীরিক সম্পর্ক নিয়ে আড়াই হাজার টাকার সমঝোতা হওয়ার পরই পুলিশ সেখানে হানা দেয়। জানা গেছে, এই চক্রের চালকরা হোয়াটস্যাপ ও ফেসবুকের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করত। এছাড়াও মোবাইলে আকর্ষণীয় রেট কার্ড ও প্যাকেজের টোপ দিয়ে টেক্স মেসেজও পাঠাত। ধৃতদের আদালতে পেশ করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















