এক্সপ্লোর
Advertisement
ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে কাঁটাতার বসানোর কাজ ৯৫ শতাংশ সম্পন্ন: বিএসএফ
নয়াদিল্লি: ভারত ও বাংলাদেশের সীমান্তে কাঁটাতার বসানোর কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পূর্ণ হয়েছে। এমনটাই জানাল বিএসএফ।
গত বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সঙ্গে বৈঠকের পর গোটা দুদেশের আন্তর্জাতিক সীমান্তকে কাঁটাতার দিয়ে মুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সেইমতো শুরু হয় কাজ।
এদিন সীমান্তরক্ষী বাহিনীর ডিজি কে কে শর্মা জানান, অসমের করিমগঞ্জের মতো কিছু নদী-অঞ্চল বাদ দিয়ে প্রায় গোটা সীমান্তে বসে গিয়েছে কাঁটাতারের বেড়া।
শর্মার মতে, নতুন এক একস্তরীয় কাঁটাতারের বেড়ার ফলে সীমান্তপার অপরাধের ঘটনা কমবে। পাশাপাশি, সীমান্ত অঞ্চলের প্রায় ২৫০ গ্রামের নিরাপত্তাও সুনিশ্চিত হবে।
জানা গিয়েছে, এই গ্রামগুলি আন্তর্জাতিক সীমান্ত ও তার থেকে ১৫০ মিটার দূরে নির্মাণ করা নতুন বেড়ার মধ্যে অবস্থিত। বিএসএফ-এর শীর্ষ কর্তা জানান, অধিকাংশ গ্রামগুলি পশ্চিমবঙ্গে পড়েছে। বাকিগুলি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে।
শর্মা জানান, উভয় বাহিনীই সীমান্তে অপরাধ দমনের প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, সীমান্তে মৃত্যুর ঘটনা কমানোর দিকেও নজর দিচ্ছে বিএসএফ। তাঁর দাবি, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক এখন অনেক ভাল। সেই সম্পর্কে যাতে না চিড় ধরে, তার জন্য এধরনের (বাহিনীর গুলিতে নিহত) ঘটনা কমানো জরুরি।
শর্মা বলেন, সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা যেমন জরুরি, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ সেখানে বসবাসকারী মানুষের কল্যাণ ও হিত করা। তাঁর দাবি, এই দুই কাজ সমানভাবে বজায় রেখে চলেছে বিএসএফ।
শর্মা জানান, প্রতিনিয়ত নজরদারির ফলে সীমান্ত দিয়ে গরু-পাচার প্রভূত পরিমাণে কমেছে। তাঁর দাবি, আগে বছরে ২৩ লক্ষের মত গরু-পাচার হতো। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫-৬ লক্ষে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement