এক্সপ্লোর
Advertisement
কতটা ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইকের কাণ্ডারী সেনার এলিট প্যারা কম্যান্ডোবাহিনী, জানুন...
নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে জওয়ানরা ঢুকলেন, জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করলেন, ফির এলেন। ভারতীয় সেনার প্যারা কম্যান্ডোদের নিখুঁত সার্জিকাল স্ট্রাইকের মাধ্যমে উরি হামলার যোগ্য জবাব দিল ভারত। আর এই যোগ্যতাই প্যারা কম্যান্ডোদের শেষ কথা।
ভারতের সেনা বাহিনীতে এ রকম প্রায় সাড়ে ৪ হাজার প্যারা কম্যান্ডো রয়েছেন। তাঁদের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকে গিয়েছিলেন স্পেশাল ফোর্সের শতাধিক জওয়ান। আর এতেই ধ্বংস হয়ে গেল পাক জঙ্গিদের ৭টি লঞ্চপ্যাড। এই প্যারা কম্যান্ডোদের বলা হয়, ক্রিম কম্যান্ডো’ অর্থাৎ কম্যান্ডোদের মধ্যে সেরার সেরা।
এই মেরুণ টুপির অধিকারী হন একমাত্র প্যারা কম্যান্ডোরাই। আর এই টুপি অর্জন করতে সবচেয়ে কঠিন ও দীর্ঘতম অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয় তাদের। প্রশিক্ষণের ছবিতেই যা স্পষ্ট-- পিঠে ২০ কেজিরও বেশি ওজনের ব্যাগ নিয়ে ৭০ কিলোমিটার দৌড়, বিনা অক্সিজেনে শূন্যে ঝাঁপ। এরকম কড়া অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয় প্যারা কম্যান্ডোদের....
৩ বাহিনীর ১৮ থেকে ২৩ বছর বয়সী জওয়ানরা প্যারা কম্যান্ডোর ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারেন। ১০ হাজারের মধ্যে প্রশিক্ষণের সুযোগ পান মাত্র একজন। তাঁদের মধ্যে প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারেন না ৭৫ শতাংশ জওয়ান।
এই মুহূর্তে প্যারা রেজিমেন্টের ১১টি ইউনিট রয়েছে। যার মধ্যে ৮টি স্পেশাল ফোর্স ও ৩টি এয়ারবোর্ন ইউনিট। দেশের ৮টি গোপন ঘাঁটিতে মোতায়েন থাকে প্যারা কম্যান্ডোরা। কোথায় তাদের মোতায়েন করা হবে বা কোথায় তাদের দিয়ে অপারেশেন চালানো হবে, সবটাই থাকে অত্যন্ত গোপন। ঠিক যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক হল পাক অধিকৃত কাশ্মীরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement