এক্সপ্লোর
Advertisement
ট্রাফিক সিগনালে নারী অবয়ব, মহিলা ক্ষমতায়নে ইতিবাচক বার্তা মুম্বইয়ের
এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নারী, পুরুষের সমানাধিকারে দাবিতে লড়াই করা ব্যক্তিরা।
মুম্বই: দেশের মধ্যে প্রথম ট্রাফিক সিগন্যালে মহিলা-অবয়ব চালু করল বাণিজ্য রাজধানী মুম্বই। মহিলাদের প্রতি সম্মান জানাতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন মু্ম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাসিসট্যান্ট কমিশনার কিরণ দিগহাভকর। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নারী, পুরুষের সমানাধিকারে দাবিতে লড়াই করা ব্যক্তিরা।
ট্রাফিক সিগন্যালে শুধু পুরুষের প্রতীক দেখে অভ্যস্ত আমরা। কিন্তু মু্ম্বইয়ের দাদারে পা রাখলেই এবার দেখা যাবে ট্রাফিক সিগনালেও মহিলা-প্রতীক। টুইটে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি লিখেছেন, ‘দাদারের রাস্তা দিয়ে গেলে আপনার চোখে পড়বে ট্রাফিক সিগনালে মহিলার অবয়ব। আপনি এতে গর্বিত বোধ করবেন। নারী-পুরুষকে যে আমরা সমান চোখে দেখি, ছোট্ট বিষয় হলেও, সেই বার্তা বহন করে এই পদক্ষেপ।’
If you’ve passed by Dadar, you’d see something that will make you feel proud. @mybmcWardGN is ensuring gender equality with a simple idea- the signals now have women too! pic.twitter.com/8X0vJR8hvQ
— Aaditya Thackeray (@AUThackeray) August 1, 2020
মু্ম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাসিসট্যান্ট কমিশনার কিরণ দিগহাভকরের কথায়, ‘এটা একটা শহরের চরিত্র বলে দেয়। নারী-পুরুষের সমান অধিকারে এই শহর যে বিশ্বাস করে, মহিলাদের ক্ষমতায়ন চায়, সেই বার্তা দেয়।’
সমাজবিজ্ঞানী শিল্পা ফা়ড়কে বলেছেন, এটা ভাল পদক্ষেপ। তিনি বলেন, ‘একটা প্রজন্ম যদি এটা দেখতে দেখতে বড় হয়, যে ট্রাফিক সিগন্যালে মহিলা অবয়ব রয়েছে, ছোট হলেও সমাজের কাছে তা শক্তিশালী বার্তা পৌঁছে দেয়।’
মু্ম্বইয়ের শহরতলির ট্রেনে মহিলা কোচ রয়েছে। বাসেও মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে। এবার ট্রাফিক সিগন্যালে মহিলা অবয়ব চালু করে মহিলাদের প্রতি সম্মান জানিয়ে বার্তা দিল করোনায় বিপর্যস্ত মুম্বই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement