এক্সপ্লোর
Advertisement
পদার্থবিদ্যায় পিএইচডি করেও মহিলা ফল বেচছেন রাস্তায়, বারবার লকডাউনের সমালোচনা ঝকঝকে ইংরেজিতে
সরকারের এই লকডাউন থিওরি নিয়ে হতাশ ইনদওরের এক ফলবিক্রেতা।
ইনদওর: করোনার বিরুদ্ধে যুদ্ধে দেশের অনেক জায়গায় নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে। তবে ফাঁপড়ে পড়েছেন সাধারণ মানুষ। বারবার লকডাউনের জেরে রোজগার বন্ধ। বহু মানুষ কাজ হারাচ্ছেন। দেশের সার্বিক অর্থনীতিরও বেহাল দশা।
সরকারের এই লকডাউন থিওরি নিয়ে হতাশ ইনদওরের এক ফলবিক্রেতা। সাবলীল ইংরেজিতে সরকারের কড়া সমালোচনা করে হইচই ফেলে দিয়েছেন তিনি। ইনদওরের এই ফলবিক্রেতার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ওই মহিলা লকডাউনে ফল আর সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন। তাঁর পকেটে রয়েছে পিএইচডি ডিগ্রি! তবুও চাকরি পাননি।
তাঁর প্রতিকূলতা বাড়িয়েছে পরের পর লকডাউন। স্থানীয় প্রশাসন তাঁকে ফলের গাড়ি তুলে নিতে বলেছে। সেই ফলবিক্রেতা জানিয়েছেন, এমনিতেই করোনার জন্য বাজারে ভিড় নেই। তাঁর দোকানের সামনে লোকজনের ভিড় নেই। সবাই দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ফল ও সব্জি কিনছেন। তবুও প্রশাসন তাঁকে তুলে দিতে চাইছে। তা হলে তিনি এবার সংসার খরচ চালাবেন কী করে! আর এত সব কথা তিনি বলছেন ঝরঝরে ইংরেজিতে।
সেই মহিলার নাম রইসা আনসারি। জানিয়েছেন, তিনি পদার্থবিদ্যায় স্নাতক। তারপর দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে পদার্থবিদ্যায় পিএইচডি করেছেন। তার পরও চাকরি পাননি। তিনি বলেন, ''প্রশাসনই বলে দিক আমি কী করব! কোথায় যাব! কীভাবে সংসার চালাব।''
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement