এক্সপ্লোর
Advertisement
সামাজিক কল্যাণ প্রকল্পে বাধ্যতামূলক নয় আধার, নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আধার নিয়ে ধাক্কা খেলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সোমবার দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, সমাজকল্যাণমূলক কোনও প্রকল্পে আধারকে বাধ্যতামূলক করতে পারবে না কেন্দ্র ও তার সংস্থাগুলি।
মোদী সরকারের আধার নীতির জেরে অনেকেই আতান্তরে পড়েছিলেন বলে অভিযোগ। কারণ মিড ডে মিল, স্কলারশিপ থেকে শুরু করে ১০০ দিনের কাজ...এরকম প্রায় তিন ডজন সমাজকল্যাণমূলক প্রকল্পে, সম্প্রতি আধার বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। সমালোচনার মুখে পড়ে অবশ্য মিড ডে মিল নিয়ে তারা পিছু হঠে। তবে, অন্যান্য প্রকল্পগুলিতে আধার বাধ্যতামূলকই ছিল। যার জেরে অনেক গরিব মানুষই টাকা পাচ্ছিলেন না বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সমাজকল্যাণমূলক কোনও প্রকল্পে আধার বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, এবং বিচারপতি এস কে কউলের ডিভিশন বেঞ্চ এও নির্দেশ দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়কর রিটার্ন -সহ জনকল্যাণমূলক নয়, এমন বিভিন্ন সরকারি অলাভজনক প্রকল্পগুলিতে এখন যেমন আধার কার্ড বাধ্যতামূলক তেমনই থাকবে।
উল্লেখ্য, কেন্দ্রের আধার প্রকল্পকে চ্যালেঞ্জ করে জমা পড়েছে একাধিক পিটিশন। ওই পিটিশনগুলিতে যুক্তি দেওয়া হয়েছে, আধারের ফলে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুন্ন হচ্ছে। এ ব্যাপারে আদালত বলেছে, এ জন্য সাত বিচারপতির একটি বেঞ্চ গঠনের প্রয়োজন। যদিও এ ধরনের বেঞ্চ গঠনে অক্ষমতার কথা জানিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
পিটিশনারদের পক্ষে আইনজীবী অভিযোগ করেন, আদালত এর আগে বিভিন্ন নির্দেশে আধারের ব্যবহার বাধ্যতামূলক নয়, স্বেচ্ছাধীন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সরকার ওই নির্দেশ মানছে না।
উল্লেখ্য, ২০১৫-র ১১ আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, জনকল্যাণমূলক প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। পাশাপাশি, আধার প্রকল্পে সংগৃহীত বায়োমেট্রিক তথ্য শেয়ার না করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।
২০১৫-র ১৫ অক্টোবর পূর্বেকার নিয়ন্ত্রণ তুলে নিয়ে সুপ্রিম কোর্ট একশ দিনের কাজ, সমস্ত পেনশন ও ভবিষ্যনিধি প্রকল্প সব প্রধানমন্ত্রী জন ধন যোজনায় আধারের স্বেচ্ছাধীন ব্যবহারের অনুমতি দিয়েছিল।
এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দিতে গিয়ে শর্ত রেখেছিল যে, কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আধারের ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না।
এরপর সম্প্রতি বেশ কিছু সামাজিক প্রকল্পে আধার বাধ্যতামূলক করে কেন্দ্র। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ, সমাজকল্যাণমূলক কোনও প্রকল্পে আধারকে বাধ্যতামূলক করা যাবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement