এক্সপ্লোর
Advertisement
আধার সংযোগ নিয়ে কেন্দ্রের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগের বিষয়ে কেন্দ্রের নির্দেশের উপর কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি এ কে সিক্রি ও অশোক ভূষণের বেঞ্চ জানিয়ে দিল, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক বেঞ্চই নেবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। তার প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।
পাশাপাশি আধার লিঙ্কের জন্য গ্রাহকদের কাছে এসএমএস পাঠিয়ে চাপ সৃষ্টি করার অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ব্যাঙ্ক ও টেলিকম সংস্থাগুলোকে ভর্ৎসনা করে আদালত। বিচারপতি সিক্রি বলেন, ‘সংবাদমাধ্যমের সামনে বলতে চাই না, তবে এই ধরনের মেসেজ আমিও পেয়েছি।’ ব্যাঙ্ক ও টেলিকম সংস্থাগুলো যাতে এভাবে এসএমএস পাঠিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে, তার জন্য কেন্দ্রকে নজর দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার শেষ দিন হল ৩১ ডিসেম্বর। মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্কের শেষ দিন ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি। এই প্রেক্ষাপটে সবার নজর এখন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের দিকে। তারা নভেম্বরের শেষ সপ্তাহে কী রায় দেয়, তার মধ্যে আধার সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement