সরকারি কর্মীদের পেনশনে বাধ্যতামূলক নয় আধার: কেন্দ্র
নয়াদিল্লি: পেনশন তোলার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাধ্যতামূলক নয় আধার কার্ড। এমনটাই জানিয়ে দিল কেন্দ্র।
সম্প্রতি, স্ট্যান্ডিং কমিটি অফ ভলান্টারি এজেন্সিস-এর ৩০ তম বৈঠকে কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, আধার থাকলে ব্যাঙ্কে না গিয়েও পেনশনভোগী প্রযুক্তির মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এটা একটা বিশেষ সুবিধা।
মন্ত্রী সাফ জানিয়ে দেন, সরকারি কর্মীদের পেনশন তোলার জন্য কখনই আধারকে বাধ্যতামূলক করা হয়নি। বর্তমানে, ৪৮.৪১ লক্ষ কর্মী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মরত। একইসঙ্গে, ৬১.১৭ লক্ষ পেনশনভোগী রয়েছেন।
প্রসঙ্গত, বেশ কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মী অভিযোগ করেন, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত না হওয়ার ফলে পেনশন পেতে তাঁদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই প্রেক্ষিতে মন্ত্রীর এই মন্তব্য গুরুত্বপূর্ণ।
জিতেন্দ্র জানান, কর্মী ও পেনসনভোগীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্র। যেমন, ন্যূনতম পেনসন ৯,০০০ টাকা রাখা হয়েছে। গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমাকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। এর পাশাপাশি, স্থায়ী স্বাস্থ্য ভাতার পরিমাণ বাড়িয়ে প্রতিমাসে এক হাজার টাকা করা হয়েছে।