এক্সপ্লোর
আধার তথ্য সুরক্ষিত, দাবি রবিশঙ্কর প্রসাদের

নয়াদিল্লি: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) ডেটাবেস থেকে আধার সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার একটিও ঘটনা ঘটেনি বলে দাবি করলেন বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে তল্লাশি চালানোর সুযোগ দিয়েছিল ইউআইডিএআই। এর মাধ্যমে যাঁরা আধারে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাঁদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এটা করতে গিয়েই ক্ষমতার অপব্যবহার হয়।’ সমাজবাদী পার্টি সাংসদ নীরজ শেখর সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উল্লেখ করে বলেন, ৫০০ টাকার বিনিময়ে আধারের তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সরকারকে জবাব দিতে হবে। যদিও রবিশঙ্করের দাবি, আধারের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। তিনি আরও বলেছেন, নীরজ যে ঘটনার কথা বলছেন, সে বিষয়ে গত ৪ জানুয়ারি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশের সাইবার সেল। তবে জানা গিয়েছে, কোনও তথ্য ফাঁস হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















