এক্সপ্লোর
‘অনবদ্য উদ্যোগ’, মোদীর ডাকে সেনাকে দীপাবলির শুভেচ্ছা আমির, অক্ষয়, সলমনের

মুম্বই: দীপাবলিতে ভারতীয় সেনা জওয়ানদের শুভেচ্ছাবার্তা পাঠাল বলিউড। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে শুরু হওয়া #Sandesh2Soldiers কর্মসূচিতে যোগ দেন তিন বলিউড তারকা—অক্ষয় কুমার, আমির খান ও সলমন খান। মূলত, সেনা জওয়ানদের উদ্দেশ্যে দীপাবলির শুভেচ্ছাবার্তা পাঠাতেই এই উদ্যোগ শুরু করেন মোদী। এদিন নিজের ট্যুইটার অ্যাকাউন্টে মোদীর প্রশংসা করে আমির লেখেন, এটা অনবদ্য উদ্যোগ। আমাদের প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। আমাদের সেনার জন্য ১২৫ কোটি দেশবাসীর সমর্থন তাদের ভালবাসায় ভরিয়ে দেবে। আসুন সকলে মিলে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাকে বার্তা পাঠাই। এর সঙ্গে মোদীর ওই আহ্বানের ভিডিও ক্লিপও শেয়ার করেন ৫১ বছরের অভিনেতা। https://twitter.com/aamir_khan/status/790555289976180736 শুভেচ্ছাবার্তা দেন সলমন খান। ওই একই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, আমার তরফ থেকে সকল ভারতীয় সেনা জওয়ানকে দীপাবলির শুভেচ্ছা। https://twitter.com/BeingSalmanKhan/status/790524908107239424 শুভেচ্ছা জানিয়েছেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমারও। তিনিও একটি ভিডিও বার্তায় বলেন, যে কোনও উৎসব উপভোগ করার সেরা উপায় হল কাছের মানুষের সঙ্গে পালন করা। আর আপনাদের (সেনা) কারণেই এই সুযোগ আমরা সকলে উপভোগ করি। না চিনেও, আপনারা আমাদের সকলকে ভালবাসেন, যাতে আমরা নিরাপদ থাকি। তিনি যোগ করেন, আমি এই দীপাবলি সকল সেনা জওয়ানের উদ্দেশ্যে উৎসর্গ করছি। আমরা (নিরাপদ) রয়েছি, আপনাদের জন্যই। এটাই সেনার জন্য আমার বার্তা। https://twitter.com/akshaykumar/status/790559926242406405 শুধু বলিউড নয়, ক্রিড়াজগৎ থেকেও সেনার উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা এসেছে। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ এক ভিডিও বার্তায় বলেন, যখনই কোনও ফৌজিকে দেখবেন, তাঁকে স্যালুট করবেন। https://twitter.com/virendersehwag/status/790839703427751937
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















