এক্সপ্লোর
Advertisement
মোদীর ডিগ্রি: শাহ, জেটলির দেওয়া নথি ‘জাল’, দাবি আপের
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রির তথ্য, মার্কশিট ঘটা করে সাংবাদিক সম্মেলন করে অমিত শাহ, অরুণ জেটলিরা প্রকাশ করলেও তা জাল করা হয়েছে, তাতে বড় ধরনের গরমিল রয়েছে বলে দাবি করল আম আদমি পার্টি (আপ)। বিজেপি সভাপতির সাংবাদিক বৈঠকের পর পাল্টা সাংবাদিকদের ডেকে আপ নেতা আশুতোষ বুঝিয়ে দেন, তাঁরা শাহ, জেটলির দেওয়া তথ্য মানতে নারাজ।
আশুতোষ কটাক্ষ করেন, নকল করতে গেলেও তো বুদ্ধির দরকার হয়। তাঁর দাবি, মোদীর বিএ মার্কশিটটি ১৯৭৮ সালের। কিন্তু ডিগ্রিটি ১৯৭৯ সালের! বিএ মার্কশিটে তাঁর নাম রয়েছে নরেন্দ্র কুমার দামোদরদাস মোদী। আর মাস্টার্স ডিগ্রিতে নাম দেখাচ্ছে নরেন্দ্র দামোদরদাস মোদী।
বিএ স্তরেও প্রধানমন্ত্রীর নাম-বিভ্রাট রয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, একটি মার্কশিটে তাঁর নাম নরেন্দ্র কুমার দামোদরদাস মোদী। ডিগ্রির সার্টিফিকেটে তা বদলে হয়েছে নরেন্দ্র দামোদরদাস মোদী!
বিএ মার্কশিটেও পদবী মোদীর বানান এক জায়গায় রয়েছে Modi, আরেক জায়গায় Mody! দাবি করেন দিলীপ পান্ডে নামে আরেক আপ নেতা।
আশুতোষ বলেন, হলফনামা না দিয়ে কারও নামের কোনও অংশ বাদ দেওয়া যায় না। দাবি করেন, মোদী হলফনামা করে থাকলে তার কপি দেখান শাহ,জেটলিরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement