এক্সপ্লোর
Advertisement
বিহারে মৌর্য এক্সপ্রেসের বগিতে ঢুকে গেল রেলের পাত, মৃত ১, অন্তর্ঘাতের আশঙ্কা
লক্ষ্মীসরাই: বিহারের লক্ষ্মীসরাই জেলায় কিউল স্টেশনের কাছে ট্র্যাকের ধারে রাখা রেলের পাত ঢুকে গেল মৌর্য এক্সপ্রেসের একটি বগিতে। এই ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। জখম দুজন। হাতিয়া-গোরখপুর এক্সপ্রেস কিউল স্টেশনের কাছে যে ট্র্যাক দিয়ে যাচ্ছিল সেটির ধারে থাকা ১০ ফুটের একটি পাত আচমকাই কামরায় ঢুকে যায়। ওই পাতের আঘাতে এক যাত্রীর মৃত্যু হয়। মৃত যাত্রীর নাম মঙ্গল শেঠ। তিনি সহারানপুরের বাসিন্দা।
রেলের পাতটি যখন কামরায় ঢোকে তখন প্রচণ্ড আওয়াজ হয়। ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিউলের রেল পুলিশের আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, আহতদের কিউল রেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁদের চোট এতটাই গুরুতর যে একজনকে পটনা এবং অন্যজনকে লক্ষ্মীসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পূর্ব-মধ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় ঝাঁঝা-কিউলের মধ্যে কিছুক্ষণের জন্য রেল চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরো ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। এই ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কাও করা হয়েছে। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, পুরানো পাত রেল ট্রাকের পাশে রাখা হয়। কিন্তু এ ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি।#SpotVisuals One killed, two injured after part of railway track broke and moved into a bogie of Maurya Express in Lakhisarai #Bihar pic.twitter.com/OTUbqrS1tP
— ANI (@ANI) April 14, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement