এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় গোখরোর সঙ্গে ভিডিও পোস্ট করে গ্রেফতার অভিনেত্রী শ্রুতি উলতাফ
নয়াদিল্লি: বিরল প্রজাতির গোখরোর সঙ্গে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টের চার মাস পর গ্রেফতার হলেন অভিনেত্রী শ্রুতি উলতাফ। ‘নাগার্জুন-এক যোদ্ধা’ নামে টেলিভিশন ওই অনুষ্ঠানের প্রচার উপলক্ষ্যে এই ভিডিও পোস্ট করা হয়েছিল। পোস্ট করার পর ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল। বন্যপ্রাণী রক্ষা কর্মীরা এই ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছিলেন।শ্রুতির সঙ্গে গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের এই প্রযোজক ও এক অভিনেতাকেও।
গত বছরের ১৭ অক্টোবর ইন্সটাগ্রামে পোস্ট করা ভিডিওতে শ্রুতিকে গলায় ও হাতে গোখরোকে জড়িয়ে রাখতে দেখা গিয়েছিল। ওই গোখরোটি বিশেষ প্রজাতির সরীসৃপ এবং ১৯৭২-এর বন্যপ্রাণী রক্ষা আইন অনুযায়ী ওই সাপ ধরা এবং সেটির ছবি বা ভিডিও পোস্ট করা অপরাধ।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক বন্যপ্রাণী রক্ষা কর্মীই শ্রুতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
থানে বন দফতর শ্রুতি ছাড়াও অভিনেতা পার্ল পুরী ও দুই প্রযোজক-উত্কর্ষ বালি ও নীতীন সোলাঙ্কিকে গ্রেফতার করেছে। বরিভলি আদালতে তোলা হলে তাঁদের থানে ফরেস্ট রেঞ্জের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অভিযোগ আসার পর প্রথমে ভিডিওটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। কেননা, প্রযোজকরা দাবি করেছিলেন যে, ওই ভিডিও গ্রাফিক্সের কারিকুরি। কিন্তু তাঁদের সেই দাবি মিথ্যে প্রমাণিত হয়। পরীক্ষায় জানা গিয়েছে, ইনস্টাগ্রাম ভিডিওটিতে আসল গোখরোই দেখানো হয়েছিল।
ওই গোখরো কে বা কারা ধরে অভিযুক্তদের দিয়েছিল, তদন্তকারীরা এখন তার অনুসন্ধান করছেন।
উল্লেখ্য, শ্রুতিকে শেষবার টিভি অনুষ্ঠান ‘জামাই রাজা’-তে দেখা গিয়েছিল। তিনি ‘রাজ’, ‘অ্যায়তবার’ ও ‘ইয়ে হ্যায় মুম্বই মেরি জান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement