এক্সপ্লোর
বউমার সঙ্গে ঝগড়া, ৩ বছরের নাতিকে ৬ তলা থেকে ছুঁড়ে ফেলে দিলেন দাদু!

মুম্বই: কোনও দাদু কি এমন করতে পারেন তাঁর নাতির সঙ্গে? কিন্তু ৮০ বছরের নিভ্রুত্তি খাড়ছে করতে পেরেছেন। বউমার সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় মেজাজ হারিয়ে মাত্র তিন বছরের নাতিকে নিজেদের ফ্ল্যাটের ৬ তলার ব্যালকনি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি! এমনই অভিযোগ। পুলিশ জানিয়েছে, পুত্রবধূ সুরেখার সঙ্গে ভাল সম্পর্ক ছিল না বৃদ্ধের। তাঁর অভিযোগ, তাঁকে সময়মতো খেতে দেয় না পুত্রবধূ। তাছাড়া, বার্ধক্যজনিত নানা সমস্যাও আছে তাঁর। সামান্য কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। রবিবার বিকালে দুজনের মধ্যে সম্পত্তি নিয়ে তুমুল কথা কাটাকাটি হয়। সুরেখা ঘরের ভিতরে কাজ করছিলেন। খাড়ছে নাতিকে তুলে ব্যালকনি থেকে ছুঁড়ে ফেলে দেন। ময়ুরেশ খাড়ছে নামে শনাক্ত হওয়া বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। দাদুকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সুরেখা শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ভাকোলা থানার পুলিশ খাড়ছের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় খুনের মামলা রুজু করেছে। আদালত তাঁকে ২ জুন পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তবে ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী নেই। কোনও সিসিটিভি ফুটেজও মেলেনি। তাই পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে সত্যিই বাচ্চাটিকে ছুঁড়ে ফেলা হয়েছে না অন্য কিছু ঘটেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















