এক্সপ্লোর
৫ দিনেই বিচার শেষ, নাবালিকা ধর্ষককে ফাঁসির সাজা দিল মধ্য প্রদেশের আদালত

কাটনি: ৫ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ফাঁসির সাজা দিল মধ্য প্রদেশের কাটনির একটি আদালত। মাত্র ৫ দিনে গোটা শুনানি সেরে রায় দিয়েছে তারা। মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্তের নাম রাজকুমার কোল। ৩৪ বছরের এই ব্যক্তি পেশায় অটো রিকশা চালক। অপরাধী আইন (সংশোধন) অর্ডিন্যান্স ২০১৮-র ৩৭৬ (এ)(বি) ধারায় তাকে দোষী সাব্যস্ত করেন বিশেষ আদালতের অ্যাডিশনাল সেশনস জাজ মাধুরা রাজ লাল। এছাড়াও পকসো আইনেও দোষী প্রমাণিত হয় সে। মধ্য প্রদেশে শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের আইন পাশ হয়েছে। এই আইনে রাজকুমারকে ফাঁসিতে চড়ানোর নির্দেশ দেওয়া হল। এ মাসের ৪ তারিখ স্কুলে নিয়ে যাওয়ার পথে ৫ বছরের ছোট্ট মেয়েটিকে ধর্ষণ করে রাজকুমার। ৭ তারিখ ধরা পড়ে যায় সে। ১২ তারিখ চার্জশিট পেশ করে পুলিশ। ২৩ তারিখ শুরু হয় মামলার শুনানি। আর আজ ২৮ তারিখ তার মৃত্যুদণ্ড হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















