এক্সপ্লোর
Advertisement
ফের আলোয়ার, গোরু পাচারের অভিযোগে হামলা ২ জনের ওপর, হত ১
নয়াদিল্লি: পেহলু খানের পিটিয়ে হত্যার ঘটনায় প্রবল শোরগোল হয়েছিল দেশব্যাপী। কয়েক মাস আগের সেই ভয়াবহ হত্যাকাণ্ডের স্মৃতি উসকে সেই আলোয়ারেই আবার গোপাচারের অভিযোগে খুন করা হল দুজনকে। আক্রান্তরা মুসলিম। একজনের মৃত্যু হয়েছে।
দুগ্ধজাত পণ্যের কারবারী চাষি পেহলুকে পিটিয়ে মেরেছিল গোরক্ষকরা। এবার আলোয়ার থেকে ভরতপুরে গোরু নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের হাতে মার খান ওই দুই মুসলিম। তাঁদের গুলি করাও হয় বলে খবর। শনিবার রাতে আলোয়ার থেকে পিকআক ট্রাকে গোরুটিকে নিয়ে তারা ভরতপুরের ঘাটমিকা গ্রামে যাচ্ছিলেন। তাঁদের একজন, উম্মর খান মারা গিয়েছেন। তাহির নামে দ্বিতীয় আহত ব্যক্তির চিকিত্সা চলছে হরিয়ানার বেসরকারি হাসপাতালে। উম্মরের দেহ আলোয়ারের রাজীব গাঁধী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
দুজনেই মিও সম্প্রদায়ের লোক। ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই ওই গোষ্ঠীর সদস্যরা হাসপাতালে চলে আসেন। তাঁরা উম্মরকে শনাক্ত করেন।
পুলিশের সঙ্গে দক্ষিণপন্থীদের গাঁটছড়া আছে, তারাই ওদের ওপর হামলা করেছে বলে অভিযোগ মিও সম্প্রদায়ের। তাদের দাবি, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত চাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement