এক্সপ্লোর
থাকার ঘরের ব্যবস্থা করে দিতে আর্জি গরিব মহিলার, ‘নির্মম রসিকতা’ বিধায়কের

সন্ত কবির নগর (উত্তর প্রদেশ): ফের বিতর্কে উত্তরপ্রদেশের গোরখপুরের বিজেপি বিধায়ক রাধা মোহন দাস আগরওয়াল। কিছুদিন আগে হম্বিতম্বি করে এক মহিলা আইপিএস আধিকারিককে কাঁদিয়ে ছেড়েছিলেন তিনি। এবার এক গরিব মহিলা তাঁর কাছে থাকার ঘরের ব্যবস্থা করে দিতে অনুরোধ জানিয়ে পেলেন অসংবেদনশীল আচরণ। আগরওয়াল মহিলাকে প্রশ্ন করেন, তাঁর কতগুলি সন্তান। মহিলা জবাব দেন, দুটি। এরপর ফের প্রশ্ন করেন বিধায়ক। জানতে চান, দুটি সন্তানই কি একসঙ্গে হয়েছে। মহিলার উত্তর ছিল- না। এরপর বিধায়ক পরিহাস করে বলেন, যদি সব সন্তানের একসঙ্গে জন্ম না হয়, তাহলে সব সুবিধা কীভাবে একসঙ্গে পাওয়া যাবে। পরে ওই মন্তব্যের সাফাই দিতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, যদি আমার পাঁচ সন্তান থাকে, তাহলে তাদের একের পর এক জন্ম হয়েছে। একসঙ্গে তো সবার জন্ম হয়নি। কিছু জিনিস হাল্কাভাবে নিতে হয়। সব কিছু জটিল করে নিলে জীবনে স্বস্তি পাওয়া সম্ভব নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















