এক্সপ্লোর
অসুস্থ মুলায়ম, একই গাড়িতে দেখা করতে গেলেন শিবপাল, অখিলেশ
লখনউ: উত্তরপ্রদেশে নির্বাচনের আগে রাজ্যের শাসক দলে চূড়ান্ত নাটক। লখনউয়ে সমাজবাদী পার্টির দফতরে হাত মেলানোর পরেও শিবপাল-অখিলেশ দ্বন্দ্ব অব্যাহত। বৈঠকে মিথ্যা কথা বলেছেন অখিলেশ। দাবি শিবপালের। মুলায়মের উপস্থিতিতেই দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপরেই সপা-র বৈঠক ছেড়ে বেরিয়ে যান অখিলেশ। তার আগে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে মুলায়ম ঘোষণা করেন, সরকার চালাবেন অখিলেশ। শিবপাল থাকবেন দলের দায়িত্বে। বৈঠকে হাতও মেলান কাকা-ভাইপো। এরপরই শিবপালের মন্তব্যে নতুন করে অশান্তি শুরু যাদব পরিবারে।
এর কয়েকঘণ্টা পরই আবার অন্য দৃশ্য। প্রথমে অখিলেশের কাছে যান শিবপাল যাদব। তারপর দুজনে একই গাড়িতে মুলায়মের সঙ্গে দেখা করতে যান। আজ সন্ধ্যে থেকেই অসুস্থ বোধ করেন মুলায়ম। পরিবার সূত্রে জানা গিয়েছে, দাঁতে ব্যথা বেশ ভোগাচ্ছে তাঁকে। চেক-আপের পর চিকিত্সক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাঁকে দেখতে একসঙ্গে যান অখিলেশ, শিবপাল।
উল্লেখ্য, ক্ষমতার উত্তরাধিকার নিয়ে উথাল-পাথাল মুলায়ম সিংহ যাদবের পরিবার। সমাজবাদী পার্টির অন্তর্কলহে এদিন উত্তাল হয়ে ওঠে লখনউ। দল দুটুকরো হয়ে যেতে পারে , এমন জল্পনার মাঝে সমাজবাদী পার্টির সদর দফতরের সামনে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমর্থকরা বৈঠকের আগে বিক্ষোভ দেখায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। ছেলে অখিলেশ সম্পর্কে সিদ্ধান্ত নিতে আজ সকালে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে ডেকেছিলেন মুলায়ম সিংহ যাদব। বিক্ষোভের জেরে পিছিয়ে য়ায় বৈঠক। বৈঠকে যোগ দিতে দলীর কার্যালয়ে আসেন অখিলেশ। বৈঠকে অভিমানী অখিলেশ বলেন, মুলায়ম সিংহ যাদব আমার বাবা, আমার গুরু। এতদিন তিনি যা বলেছেন, তাই মেনে এসেছি। একবার বললেই ইস্তফা দিয়ে দিতাম। এভাবে ভাবমূর্তি নষ্ট করার কী দরকার ছিল।
পাল্টা অখিলেশকে শিবপাল যাদব বলেন, দলের জন্য আমিও অনেক করেছি। গ্রামে গ্রামে সাইকেল নিয়ে প্রচার করেছি। তাহলে আমার দফতর কাড়া হল কেন?
অখিলেশ ও শিবপাল একে অপরের বিরুদ্ধে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও এনেছেন। যদিও নতুন গঠনের জল্পনা খারিজ করে দিয়েছেন অখিলেশ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে আপত্তি নেই অখিলেশের। তবে শর্ত হিসেবে অমর সিংহকে সরানোর দাবি করেন তিনি।কিন্তু সূত্রের খবর, অমরকে দল থেকে বহিষ্কারের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন মুলায়ম। এই অবস্থায় অখিলেশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, শনিবার ছেলে অখিলেশের ঘনিষ্ঠ সহযোগী উদয়বীর সিংহকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছিলেন মুলায়ম সিংহ যাদব। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই বাবার বিরুদ্ধে পাল্টা তোপ দেগে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন কাকা শিবপাল সিংহ যাদবকে। শিবপাল দলের উত্তরপ্রদেশ শাখার সভাপতি। মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওযার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিলেন তাঁরই সম্পর্কিত ভাই রামগোপাল যাদবকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement