এক্সপ্লোর
Advertisement
গোহত্যা-পাচার ঠেকাতে হরিয়ানায় ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন
চণ্ডীগড়: গোহত্যা বন্ধ করতে আগেই কড়া ব্যবস্থা নিয়েছে হরিয়ানা সরকার। তৈরি হয়েছে আইনও। এবার গোহত্যা ও গরু পাচার বন্ধ করতে ২৪ ঘন্টার হেল্পলাইন চালু করল হরিয়ানা সরকার।
২৪ ঘন্টার হেল্পলাইন নম্বর (৮২৮৪০৩০৪৫৫)-এ ফোন করে গরু-পাচার, গোহত্যা এ সংক্রান্ত রিপোর্ট রেজিস্টার করা যাবে। সেই অভিযোগ পৌঁছে যাবে পুলিশ এবং বিশেষ বাহিনীর কাছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেবে তারা।
হরিয়ানা পুলিশ জানিয়েছে, গরু পাচার ঠেকাতে ব্যারিকেট দেওয়ারও পরিকল্পনা করছে তারা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে গরু পাচারের অভিযোগে ধরা পড়া দুই ব্যক্তিকে জোর করে পঞ্চগব্য (গোবর, গো-মূত্র, গরুর দুধ, দই ও ঘি) খাওয়ানোর অভিযোগ ওঠে। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। সেই প্রেক্ষিতেই মূলত এই ভাবনা-চিন্তা করেছে প্রশাসন।
উল্লেখ্য, হরিয়ানায় গতবছর গোহত্যা নিষিদ্ধ করা হয়। অপরাধ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে আইন করে নিষিদ্ধ করা হয় গরু পাচারও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement