এক্সপ্লোর
Advertisement
দু্র্নীতির অভিযোগে লালুর পরিবারের সংকট আরও বাড়ল, এবার বড় ছেলে তেজের পেট্রোল পাম্পে পড়ল তালা
পটনা: বিহার আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের পরিবারের সংকট আরও বাড়ল। এবার লালুর বড় ছেলে তেজ প্রতাপের মালিকানাধীন একটি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হল। পেট্রোল পাম্প বরাদ্দ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম এই পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, বিহারের বিজেপি নেতা সুশীল মোদী সাংবাদিক বৈঠকে বিহারের স্বাস্থ্যমন্ত্রী তেজ প্রতাপকেও বেআইনিভাবে পেট্রোল পাম্প বরাদ্দের অভিযোগ করেছিলেন। এরপরই বৃহস্পতিবার রাতে তেজের পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হল।
এর আগে পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়।
সুশীল মোদী অভিযোগ করেছিলেন যে, লারা অটোমোবাইলস নামে কোম্পানিকে বেআইনিভাবে ওই পেট্রোল পাম্প বরাদ্দ করা হয়েছিল। লালু ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর নামে আদ্যাক্ষর মিলিয়ে কোম্পানির নামকরণ করা হয়েছে। এরপরই গতকাল রাত একটা নাগাদ ভারত পেট্রোলিয়ামের আধিকারিকরা চুক্তি খারিজপত্র নিয়ে গিয়ে তেজের ওই পাম্প বন্ধ করে দেন।
অভিযোগ, যে জমিতে ওই পেট্রোল পাম্প হয়েছে সেই জমি তেজস্বীর নামে রয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী, যার নামে জমি তার নামেই পেট্রোল পাম্প বরাদ্দ হবে।
এছাড়াও কর্মসংস্থানহীন ব্যক্তিদেরই পেট্রোল পাম্প বরাদ্দ হয়। কিন্তু তেজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, লালুর ছোট ছেলের বিরুদ্ধে জমি বরাদ্দের ঘটনায় আর্থিক লেনদেনের ঘটনায় সিবিআই তদন্ত করছে। এই মামলায় লালু ও তেজের বিভিন্ন বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এই ঘটনায় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীর পদ টলমল। এবার তেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এই ব্যবস্থা লালুর পরিবারের সংকট আরও বাড়াল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement