আদিত্যনাথের পথে হেঁটে এবার ছুটি বাতিলের সিদ্ধান্ত কেজরীবাল সরকারেরও

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সরকারের পথে দিল্লি।
এমাসের ২৫ তারিখ বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যে সরকারি ছুটি থাকবে না বলে সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার।
এই মর্মে ১৫টি ছুটি বাতিল করারও সিদ্ধান্তও নেওয়া হয়। যোগী আদিত্যনাথ প্রশাসন জানায়, এই দিনগুলিতে স্কুল ও কলেজে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে ছাত্র-ছাত্রীদের পড়ানো হবে।
শুক্রবার, সেই একই সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরীবাল সরকারও। এদিন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইটারে ঘোষণা করে লেখেন, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুবার্ষিকীর দিন সরকারি ছুটির প্রথা বাতিল করছে দিল্লি সরকার।
এপ্রসঙ্গে, পথ দেখানোর জন্য আদিত্যনাথ প্রশাসনের প্রশংসাও করেন সিসোদিয়া। তিনি বলেন, উত্তরপ্রদেশ সরকার ভাল উদ্যোগ নিয়েছে। অন্য রাজ্যকে দেখে শেখার জন্য সবসময় তৈরি থাকতে হয়।






















