এক্সপ্লোর
আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে নামমাত্র নম্বরে বিএস পাস করলেন সলমন, সত্যিটা কী জানতে ক্লিক করুন এখানে

আগ্রা: আগ্রা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ অম্রতা সিংহ মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে নামমাত্র পাস মার্কস নিয়ে বিএ পাশ করলেন অভিনেতা সলমন খান। বেশ কয়েকদিন ধরে সলমনের এই নতুন ডিগ্রি-প্রাপ্তির খবরটি সংবাদমাধ্যমে ঘোরাফেরা করছে। এরপরই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনা হয়। তখন দেখা যায়, ওই কলেজে এক তরুণ পড়েন, যার নামও সলমন খান। আর নামের বাহারের জেরে ওই সলমনের মার্কশিটের ওপর ছবি বসানো হয় বলিউড মহাতারকার। ছবি বিভ্রাটের জেরেই এই বিপত্তি। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসতেই, তাঁরা তাঁদের ভুল সংশোধন করে নিয়েছেন। তবে আগ্রা বিশ্ববিদ্যালয়ের তরফে এমন ভুল এই প্রথম করা হল না। এর আগে একবার ছবি বিভ্রাটের জেরে একজনের মার্কশিটে কংগ্রেস সহসভাপতি রাহুল গাঁধী মুখ বসিয়েও একইরকম বিতর্কের সৃষ্টি করা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















