এক্সপ্লোর
Advertisement
পার্টির সদর দফতরের ‘বাস্তু দোষ’ কাটাল, অশুভ আত্মা তাড়ালাম, এবার হয়তো দিন বদলাবে, আশা মধ্য প্রদেশ কংগ্রেসের
ভোপাল: মধ্য প্রদেশে ১৪ বছর ক্ষমতাছাড়া কংগ্রেস। এবার প্রতিষ্ঠানবিরোধী হাওয়ায় ভর করে ক্ষমতায় ফেরার চেষ্টার কসুর করছে না তারা। আকুলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা পার্টির সদর দফতরের ‘বাস্তু দোষ’ও কাটিয়ে ছেড়েছে।
ভোপালের শিবাজিনগরে ইন্দিরা ভবন নামে চারতলা এই বাড়ির একতলায় দলীয় মুখপাত্রদের ঘরের কাছে থাকা তিনটি টয়লেট সরিয়ে ফেলেছে প্রদেশ কংগ্রেস। তাদের বিশ্বাস, বাস্তু দোষ কাটার ফলে দলের ভাগ্য ফিরবে, আবার ক্ষমতায় আসবে তারা।
প্রদেশ কংগ্রেস মুখপাত্র কে কে মিশ্র জানিয়েছেন, বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই টয়লেটগুলি সরিয়েছেন তাঁরা, একটি আবার তাঁর ঘর লাগোয়া ছিল। এখন আর কংগ্রেস বাস্তু দোষের ভয় নেই, পার্টি এগোবে তেজি ঘোড়ার মত টগবগিয়ে।
আর এক কংগ্রেস নেতারও তাই আশা। তিনি বলেছেন, অফিস থেকে খারাপ লক্ষণ সব সরিয়ে দিয়েছি। এবার কপাল ফিরবেই ফিরবে।
কংগ্রেসের আশা, এ বছর বিধানসভা ভোটে তারাই ক্ষমতায় আসবে। ইন্দিরা ভবনে সারাক্ষণ রুদ্ধদ্বার বৈঠক চলছে, ঠিক হচ্ছে ভোট স্ট্র্যাটেজির প্যাঁচ পয়জার। তবে সম্ভবত আগামী মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম সামনে রাখবে না তারা, তাতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement