এক্সপ্লোর
পুরীর মন্দিরে ‘আমিষ’ ভোগ! ক্ষমাপ্রার্থী এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি: পুরীর মন্দিরে ভোগে থাকে আমিষ পদ-এই ভুল খবর প্রচারের জন্য ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল এই খবর। "শুভযাত্রা" নামে ওই ম্যাগাজিনে 'ডিভোশন ক্যান বি ডেলিশিয়াস' শীর্ষক এক প্রবন্ধে লেখা হয়, মন্দিরে ভোগ হিসেবে আমিষ খাবারও পরিবেশিত হয়। এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। টুইটারে তারা জানিয়েছে, কারও ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। এটা ভুলবশতই হয়েছে। তৎক্ষণাৎ ম্যাগাজিনের কপিগুলি সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছে তারা।
#AI apologises for the error. Our intention was not to hurt sentiments. #ShubhYatra magazine copies have been removed with immediate effect.
— Air India (@airindiain) October 29, 2016
ম্যাগাজিনে লেখা ছিল, পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের সবথেকে বড় রান্নাঘর। সেখানে ৫০০ রাধুনী, ৩০০ সাহায্যকারী একসঙ্গে রান্না করেন। প্রতিদিন ১ লক্ষ মানুষকে সেই ভোগ পরিবেশন করা হয়। ২৮৫ নিরামিষ এবং আমিষ পদ দিয়ে পুজো দেওয়া হয়। এই ভুল তথ্য ছাপার জন্য ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















