এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সততার নজির! নিরাপত্তাকর্মীকে ‘বেনজির’ পদোন্নতি এয়ার ইন্ডিয়ার
নয়াদিল্লি: কর্মক্ষেত্রে আদর্শস্বরূপ সততা এবং ন্যায়পরায়ণতার নজির!
বিদেশি মুদ্রা এবং স্বর্ণালঙ্কার সমেত বিমানযাত্রীদের পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী ফেরত দেওয়ার জন্য নিরাপত্তাকর্মী সুভাষ চন্দ্রকে পুরস্কারস্বরূপ সময়ের আগে বিশেষ পদোন্নতি দিল এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার ইতিহাসে যা প্রথম।
সংস্থার তরফে জানানো হয়, চন্দ্রকে নিরাপত্তা বিভাগের অফিসার পদে উন্নীত করা হয়েছে। তাঁকে এই বিরসল সম্মান নিজের হাতে প্রদান করেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অশ্বীনি লোহানি।
গত সোমবার, স্বাধীনতা দিবসের দিন, সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর নিরাপত্তা) অলোক সিংহ চন্দ্রের ইউনিফর্মে অফিসার ...র ‘স্ট্রাইপ’ লাগিয়ে দেন। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার ইতিহাসে এই প্রথম কোনও কর্মীকে ‘আউট অফ প্রোমোশন’ দেওয়া হল বলে জানা গিয়েছে।
বিজ্ঞানে স্নাতক চন্দ্র এভিয়েশন সিকিউরিটির ওপর বহু কোর্স করেছেন। বিগত ২৯ বছর ধরে তিনি এই সংস্থায় কর্মরত রয়েছেন।
জানা গিয়েছে, বহুক্ষেত্রেই তিনি যাত্রীদের বহুমূল্য সামগ্রী ফিরিয়ে দিয়ে নজির স্থাপন করেছেন। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এমনও হয়েছে, জিনিস ফেরত পেয়ে যাত্রীর মনে পড়েছে, এই জিনিসটা তিনি ফেলে গিয়েছিলেন।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গত জুন মাসে হংকং থেকে আসা এক যাত্রীর ফেলে যাওয়া পাউচের মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিক বিদেশি মুদ্রা পান চন্দ্র। তিনি সেই পাউচ ওই যাত্রীকে ফেরত দেন।
আবার ২০০৩ সালে ভোপাল থেকে সৌদির উদ্দেশে যাওয়া এক যাত্রী প্রচুর স্বর্ণালঙ্কার ফেলে যান। পরে, চন্দ্র তা উদ্ধার করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement