এক্সপ্লোর
Advertisement
দিনকরণের সঙ্গে ডিএমকে-র বোঝাপড়ার অভিযোগ এআইএডিএমকে-র, অস্বীকার স্ট্যালিনের
চেন্নাই: আর কে নগর উপনির্বাচনে এআইএডিএমকে-কে হারাতে ডিএমকে-র সঙ্গে বোঝাপড়া করেছিলেন টিটিভি দিনকরণ। এমনই অভিযোগ করলেন এআইএডিএমকে নেতা ও পনিরসেলভম ও কে পালানিস্বামী। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ডিএমকে-র কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালিন।
গতকাল প্রয়াত জয়ললিতার কেন্দ্র আর কে নগরের উপনির্বাচনের ভোটগণনা হয়েছে। ৪০ হাজারেরও বেশি ভোটে এআইএডিএমকে প্রার্থী ই মধুসূদননকে হারিয়ে দিয়েছেন দিনকরণ। ডিএমকে প্রার্থী এন মরুথু গণেশ মাত্র ২৪,৬৫১ ভোট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছেন।
ফলপ্রকাশের পরেই যৌথ সাংবাদিক বৈঠকে পনিরসেলভম ও পালানিস্বামী অভিযোগ করেছেন, ‘আর কে নগর উপনির্বাচনের ফল ডিএমকে কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালিন ও দিনকরণের কৌশলগত বোঝাপড়ার ফসল। এআইএডিএমকে প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রন ও জয়ললিতাকে অপমান করার জন্যই স্ট্যালিন ও দিনকরণ হাত মেলান। ডিএমকে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, আর কে নগরে ওরা প্রাথমিক ভোটও পায়নি। এটা দেখে মানুষ অবাক হয়ে গিয়েছে। একইসঙ্গে মানুষের প্রশ্ন, আম্মাকে অপমান করার জন্য ডিএমকে কী করে দিনকরণের সঙ্গে মিলে চক্রান্ত করল? দিনকরণকে দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন জয়ললিতার। তাঁর মৃত্যুর পরেও বিশ্বাসঘাতকতা করে ডিএমকে-র সঙ্গে হাত মেলালেন দিনকরণ। তিনি জিততে পারবেন না বুঝতে পেরে ডিএমকে-র ভোট পাওয়ার ব্যবস্থা করে দেন স্ট্যালিন। তবে এই হারে এআইএডিএমকে-র কোনও ক্ষতি হবে না।’
এআইএডিএমকে-র এই অভিযোগের জবাব দিতে গিয়ে স্ট্যালিনের পাল্টা দাবি, ‘ডিএমকে শুধু গণতন্ত্রের সঙ্গে জোট গড়ে এই নির্বাচনে লড়াই করেছে। কিন্তু পনিরসেলভম ও পালানিস্বামীর নেতৃত্বে রাজ্যের মন্ত্রীরা ভোটারদের টাকা বিলি করে দিনকরণ শিবিরকে সাহায্য করেছে। তাই এটা ডিএমকে-র হার নয়, নির্বাচন কমিশনের বড় হার।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement