এক্সপ্লোর
সোমনাথ ভারতীর স্ত্রীর দেহে কুকুরের কামড়ের ক্ষত, বলছে এইমসের রিপোর্ট

নয়াদিল্লি: আম আদমি পার্টির বিতর্কিত বিধায়ক সোমনাথ ভারতীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগের তদন্তে নয়া তথ্য। দিল্লির প্রাক্তন আইনমন্ত্রীর স্ত্রী লিপিকা মিত্রর দেহে কুকুরের কামড়ের ক্ষত এবং পোড়া দাগ রয়েছে। এইমসের চিকিৎসকরা এই রিপোর্ট দিয়েছেন বলে দিল্লি হাইকোর্টকে জানিয়েছে পুলিশ। ফলে বিপাকে পড়ে গেলেন ভারতী। ২০১৫ সালের ১০ জুন স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন লিপিকা। তিনি অভিযোগে বলেন, মারধর করার পাশাপাশি অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর দিকে কুকুর লেলিয়ে দিয়েছিলেন ভারতী। কুকুরের কামড়ে গর্ভস্থ সন্তানের প্রাণ সংশয় হয়েছিল। লিপিকার অভিযোগের ভিত্তিতে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর গ্রেফতার হন ভারতী। তিনি আট দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান ভারতী। গত বছরের ৫ এপ্রিল এই মামলায় চার্জশিট দায়ের করে পুলিশ। লিপিকা তাঁর জামিনের বিরোধিতা করেন। দিল্লি হাইকোর্টে পুলিশ যে হলফনামা দিয়েছে, তাতে লিপিকার অভিযোগই প্রমাণিত হচ্ছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি আই এস মেহতার বেঞ্চকে ভারতীর বিরুদ্ধে অভিযোগের তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিয়ের পর থেকেই লিপিকার উপর অত্যাচার করতেন আম আদমি পার্টির এই নেতা। অন্তঃসত্ত্বা থাকার সময় ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন লিপিকা। তা সত্ত্বেও পণের দাবিতে তাঁর উপর অত্যাচার চালাতেন ভারতী। চিকিৎসকদের রিপোর্টে সে কথাই বলা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















