এক্সপ্লোর
Advertisement
কংগ্রেস শেষ! প্রণবের আরএসএসের মঞ্চে ভাষণ, হেডগেওয়ারকে শ্রদ্ধার নিন্দায় কটাক্ষ ওয়েইসির
নয়াদিল্লি: আরএসএসের মঞ্চে ভাষণ দেওয়ায় প্রণব মুখার্জির তীব্র সমালোচনা করে আসাদুদ্দিন ওয়েইসির কটাক্ষ, শতাব্দী প্রাচীন দলটা যে উঠে যাওয়ার মুখে, এটা তারই লক্ষণ। হায়দরাবাদে এক অনুষ্ঠানে এআইএমআইএম প্রধান বলেছেন, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। নইলে একটা লোক ৫০ বছর কংগ্রেসে কাটানোর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি পদেও থাকার পর আরএসএসের হেডকোয়ার্টারে যায়! এখনও পার্টির সামনে কোনও আশার আলো আছে মনে করেন?
প্রণববাবুর সঙ্ঘের আমন্ত্রণ রক্ষার সিদ্ধান্তে কংগ্রেসের ঘরেও আপত্তি ওঠে। একাধিক কংগ্রেস নেতা তাঁকে ওখানে না যাওয়ার আবেদন করেন। তবে তাঁদের আপত্তি শোনেননি ওই বর্ষীয়াণ নেতা।
নাগপুরে গিয়ে সঙ্ঘ ক্যাডারদের সামনে ভাষণ দিয়ে প্রণববাবু কংগ্রেসের ধর্মনিরপেক্ষ চরিত্র বিরোধী কাজ করেছেন বলে অভিযোগ ওয়েইসির। তিনি বলেছেন, প্রণব মুখার্জি, আরএসএস, বিজেপি, কংগ্রেস, ভারত ও ধর্মনিরপেক্ষ হিন্দু ভাইদের বলতে চাইব, নাথুরাম গডসে মহাত্মা গাঁধীকে গুলি করার পর সর্দার প্যাটেল লেখেন, আরএসএসের লোকেরা এতে উল্লসিত, সেলিব্রেট করছে। নাথুরাম গডসের সঙ্ঘ পরিবারের কাছের লোক ছিলেন, বোঝাতে চান ওয়েইসি।
প্রণববাবু নাগপুরে আরএসএস প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ারকে শ্রদ্ধা জানিয়ে 'ভারতমাতার মহান সন্তান' বলায়ও আপত্তি জানান তিনি।
ওয়েইসি কংগ্রেস বাদে অন্যদের নিয়ে বিজেপির বিকল্প গড়ার পক্ষে সওয়াল করেন, বলেন, আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement