বিমানসেবিকার যৌন হয়রানি: জুনের মধ্যে তদন্ত শেষ করুন, এয়ার ইন্ডিয়াকে নির্দেশ মানেকার
নয়াদিল্লি: উচ্চপদস্থ কর্তার দ্বারা বিমানসেবিকার যৌন হয়রানির ঘটনার তদন্ত জুন মাসের মধ্যে শেষ করতে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দিলেন মানেকা গাঁধী। সোমবার নির্যাতিতা বিমানসেবিকা কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপরই এয়ার ইন্ডিয়ার ইন্টার্নাল কম্পলেইন্টস কমিটিকে জুন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি। এদিন মানেকার মন্ত্রকের তরফে এক সরকারি বিবৃতি প্রকাশ করে এই কথা জানায়। এর পাশাপাশি, মন্ত্রক সূত্রের খবর, বিষয়টি নিয়ে অসামরিক বিমান চলাচল মন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গেও কথা বলেন মানেকা গাঁধী। এর আগে, ওই বিমানসেবিকাও সুরেশ প্রভু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই বিষয়ের ‘নিরপেক্ষ’ তদন্তকারী কমিটি গঠন করার আর্জি জানান। চিঠির উত্তরে, প্রভু টুইটারে লেখেন, তিনি অবিলম্বে এয়ার ইন্ডিয়ার সিএমডি-কে গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। প্রয়োজনে অন্য কমিটি গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, সম্প্রতি ওই বিমানসেবিকা অভিযোগ করেন, গত ৬ বছর ধরে লাগাতার তাঁকে হয়রান করছেন এয়ার ইন্ডিয়ার এক শীর্ষ একজিকিউটিভ। তাঁর দাবি, গত সেপ্টেম্বরে এই নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চিঠি লিখলেও, কোনও লাভ হয়নি।