এক্সপ্লোর
Advertisement
পুনে বিমানবন্দরে উড়ানের সময় রানওয়েতে আচমকাই চলে এল জিপ, অল্পের জন্য এড়াল বড়সড় দুর্ঘটনা
পাইলটের তত্পরতায় পুনে বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হল। এয়ার ইন্ডিয়ার এক বিমানের ওড়ার সময় আচমকাই রানওয়েতে চলে আসে একটি জিপ।
পুনে: পাইলটের তত্পরতায় পুনে বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হল। এয়ার ইন্ডিয়ার এক বিমানের ওড়ার সময় আচমকাই রানওয়েতে চলে আসে একটি জিপ। জিপটিকে দেখে পাইলট রানওয়েতে নির্ধারিত জায়গার আগেই বিমান আকাশে উড়িয়ে দেন। এরফলে প্রচণ্ড ঝাঁকুনির কারণে বিমানের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ডিজিসিএ-র এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-র এই আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে এয়ার ইন্ডিয়ার এ ৩২১ বিমান পুনে বিমানবন্দর থেকে রওনা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। এরপরেও অবশ্য বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করেছে। ডিজিসিএ-র আধিকারিক বলেছেন, আকাশে ওড়ার সময় যখন বিমান রানওয়েতে ছুটছিল, তখন চালকদের একজনের নজরে পড়ে যে, রানওয়েতে জিপ সহ ঢুকে পড়েছেন এক ব্যক্তি। ধাক্কা লেগে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় পাইলট নির্ধারিত জায়গার আগেই বিমান আকাশে উড়িয়ে দেন।
ওই আধিকারিক বলেছেন, এয়ার ইন্ডিয়াকে ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করে দেখার জন্য সরিয়ে রাখতে বলা হয়েছে। ডিজিসিএ-র অন্য এক আধিকারিক বলেছেন, তদন্তের জন্য বিমানটিকে পরিষেবা থেকে প্রত্যাহার করা হয়েছে।
কীভাবে জিপ সহ ওই ব্যক্তি রানওয়েতে চলে আসতে পারলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement